World

প্রতিদিন রাতে স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে বাইরে থেকে পুরুষদের ডেকে আনতেন স্বামী

এমন ঘটনা খোদ পুলিশকেও হতবাক করে দিয়েছে। নিজের স্ত্রীর সঙ্গে এমন কাণ্ড হত যা তা শিউরে ওঠার মত। পুলিশ ৫১ জনকে খুঁজে বার করেছে।

Published by
News Desk

রাতে স্বামী স্ত্রী যখন একসঙ্গে খেতে বসতেন, তখনই শুরু হত স্বামীর আসল খেলা। স্ত্রীকে না জানতে দিয়েই তাঁর খাবারে একটি স্নায়ু শিথিল করার ওষুধ মিশিয়ে দিতেন তিনি। তা খাবারের সঙ্গে শরীরে প্রবেশ করার পর স্ত্রী ঘুমের রাজ্যে চলে যেতেন।

স্ত্রী ঘুমিয়ে পড়লেই স্বামী বাড়ির দরজা খুলে দিতেন। কার্যত আমন্ত্রণ করে ডেকে আনা পুরুষ প্রবেশ করতেন বাড়িতে। তারপর সেই ব্যক্তি পোশাক খুলে প্রায় অচেতন ঘুমন্ত ওই নারীর সঙ্গে শারীরিক খেলায় মেতে উঠতেন।

সেই দৃশ্য আবার ক্যামেরাবন্দি করতেন স্বামী। দৈহিক মিলন পর্ব শেষ হলে ওই আমন্ত্রিত ব্যক্তি ফের পোশাক পরে রাতের অন্ধকারে মিলিয়ে যেতেন। আর এভাবেই দিনের পর দিন চলত। কেবল বদলে যেত পুরুষের মুখ ও বয়স।

এই ঘটনা সামনে আসার পর কার্যত হতবাক পুলিশও। দেখা গেছে ২০১১ সাল থেকে ২০২০ সালের মধ্যে বিভিন্ন রাতে প্রায় ৯০ জনের ওপর বিভিন্ন পেশার মানুষ ওই ব্যক্তির আমন্ত্রণে তাঁর স্ত্রীর সঙ্গে এভাবে মিলন করেছেন।

যে পেন ড্রাইভে এই মিলন পর্বগুলি স্বামী তুলে রাখতেন সেই ড্রাইভটি পুলিশ খতিয়ে দেখে ৫১ জনকে চিহ্নিত করে গ্রেফতারও করেছে।

একটি ওয়েবসাইটের হাত ধরে বিভিন্ন পেশার এবং বয়সের মানুষের সঙ্গে আলাপ হয় ফ্রান্সের মাজান শহরের বাসিন্দা ডমিনিকের। তারপর তাঁদের থেকেই বেছে বেছে তিনি তাঁর স্ত্রীর সঙ্গে এভাবে মিলনের জন্য আমন্ত্রণ জানাতে থাকেন।

পুরো বিষয়টি অচেতন থাকায় স্ত্রীর অজান্তেই ঘটতে থাকে। স্ত্রী যাতে কোনওভাবে সজাগ না হয়ে পড়েন তাই মিলনের সময় সবরকম সাবধানতা অবলম্বন করতেন ডমিনিক। আপাতত তাঁকে পুলিশ গ্রেফতার করেছে। ডমিনিকের দাম্পত্য জীবন ৫০ বছর পার করেছে। তাঁদের ৩ সন্তানও রয়েছে।

Share
Published by
News Desk
Tags: France