World

ফ্রান্সে নিষিদ্ধ শীর্ণকায় মডেল

Published by
News Desk

শীর্ণকায় মডেল হয়ে চমক দেওয়ার ইচ্ছা সব মডেলের মধ্যেই কমবেশি থাকে। জিরো ফিগার, আলট্রা থিনদের মডেলিং দুনিয়ায় বেজায় কদর। কিন্তু তা করতে গিয়ে খাওয়া কমাতে থাকেন মডেলরা। অতি কম খাওয়া শরীরে নানা অসুখের জন্ম দিতে থাকে। এই অতি রোগা হয়ে ওঠার নেশায় মাত্র ২৮ বছরেই প্রাণ হারাতে হয় ফ্রান্সের মডেল ইসাবেলা কায়রোকে। ইসাবেলার মত ঘটনার পুনরাবৃত্তি আর চাইছে না ফ্রান্স প্রশাসন। ফলে মডেলদের রোগা হওয়ায় আইনি তালা ঝুলিয়ে দিয়েছে তারা।

ফ্রান্স সরকার আইন পাশ করে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেহের উচ্চতার সঙ্গে সামঞ্জস্য রেখে দেহের ওজনের যে তালিকা দিয়েছে তা মেনে খাওয়া দাওয়া করতে হবে মডেলদেরও। মডেলদের শো করতে হলে তাঁদের আগে চিকিৎসকের পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। চিকিৎসক তাঁদের ওজন নিয়ে আইনানুগ ছাড়পত্র দিলে তবেই মডেলিং করার সুযোগ পাবেন তাঁরা। ফলে ফ্রান্স থেকে আগামী দিনে শীর্ণকায় সুন্দরী মডেল আর মিলবে না।

Share
Published by
News Desk
Tags: France