Categories: Kolkata

পালিত ফসমির ৫৭তম প্রতিষ্ঠা দিবস

Published by
News Desk

রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্পপতিদের সংগঠন ফেডারেশন অফ স্মল এন্ড মিডিয়াম ইন্ডাস্ট্রিজ বা ফসমির ৫৭তম প্রতিষ্ঠা দিবস পালিত হল বুধবার। অনুষ্ঠানে সংগঠনের প্রাক্তন প্রেসিডেন্ট পদাধিকারীদের সম্বর্ধিত করেন বর্তমান প্রেসিডেন্ট বিশ্বনাথ ভট্টাচার্য। অনুষ্ঠানে হাজির ছিলেন কলকাতার চিফ কমিশনার অফ সার্ভিস ট্যাক্স এস কে পন্ডা। রাজ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ওপর জোর দেওয়ার কথা রাজ্য সরকারে তরফে বারবার শোনা যাচ্ছে। এবার রাজ্য বাজেটেও ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিশেষ জোর দেওয়ার কথা জানিয়েছেন অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র। এই অবস্থায় রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অগ্রগতিতে ফসমিকে আরও ভূমিকা নেওয়ার আহ্বান জানান অনুষ্ঠানে হাজির ডিরেক্টর এমএসএমই কলকাতা অজয় বন্দ্যোপাধ্যায়।

Share
Published by
News Desk