Sports

পৃথিবীর দীর্ঘতম ফুটবল ম্যাচ চলেছিল ৭ দিন ধরে, খেলায় ৩৬২৭টি গোল হয়

এটাই এখন রেকর্ড। একটি ফুটবল ম্যাচ চলেছিল ৭ দিন ধরে। যে ম্যাচে ২ দল মিলিয়ে মোট গোল সংখ্যা ছিল ৩ হাজার ৬২৭টি।

একটা ফুটবল ম্যাচ সাধারণত ৯০ মিনিটের হয়। তাতেই খেলোয়াড়দের দম ফুরিয়ে আসে। অনেকসময় অতিরিক্ত সময় পর্যন্ত গড়ায় ম্যাচ। সেটা আরও ৩০ মিনিটের। এরপর টাইব্রেকারের মাধ্যমে খেলার ফয়সালা হয়ে যায়।

এই বাঁধা সময়ের ফুটবল দেখেই অভ্যস্ত সারা পৃথিবী। কিন্তু এমনও একটি ফুটবল ম্যাচ হয়েছিল, যা চলেছিল টানা ৭ দিন ধরে। ৭ দিন অর্থাৎ ১৬৮ ঘণ্টার এই ম্যাচে ২ দলের ফুটবলাররাই ঘুরিয়ে ফিরিয়ে মাঠে নামেন।

একজন হাঁপিয়ে গেলে তিনি উঠে যাচ্ছিলেন। অন্য একজন নামছিলেন। আবার যিনি মাঠ থেকে উঠে বিশ্রাম নিলেন, তিনি আবার শক্তি ফিরে পেলে ফের মাঠে নেমেছেন। অন্য ক্লান্ত খেলোয়াড় তখন মাঠ ছেড়েছেন। কিন্তু খেলা থামেনি।

রাত দিন এক করে খেলা চলতেই থাকে। এখানে মনে হতে পারে খেলোয়াড়রা তো ঘুরিয়ে ফিরিয়ে মাঠে নেমেছিলেন, কিন্তু রেফারি! রেফারিও বদল হয়েছিল ম্যাচে। ৭ দিনের এই ম্যাচে ৩০ জন রেফারিকে বিভিন্ন সময়ে মাঠে নামিয়ে খেলা পরিচালনা করানো হয়েছিল।

এই ৭ দিনের ফুটল ম্যাচটি হয়েছিল জার্মানিতে। এসএফ উইন্টারবাখ বনাম টিজিআইএফ-ইসি ওয়ালহলবেন-এর মধ্যে। ২টি দল পুরো ম্যাচে একে অপরকে গোল দিতে থাকে।

উইন্টারবাখ করে ১ হাজার ৭৯৭টি গোল। অন্যদিকে ওয়ালহলবেন করে ১ হাজার ৮৩০টি গোল। ফলে ৭ দিন টানা খেলা চলার পর জয়ী হয় টিজিআইএফ-ইসি ওয়ালহলবেন।

তবে এই ম্যাচ বিশ্বরেকর্ডের পাতায় তার গোলের জন্য নয় বরং অম্লান হয়ে থাকবে টানা ৭ দিন ধরে খেলার জন্য। ২০১৯ সালের ২৯ মে থেকে ৫ জুন পর্যন্ত চলেছিল এই খেলা।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *