Sports

বিশ্বকাপজয়ী মেসির আর্জেন্টিনার বিরুদ্ধে মাঠে নামতে তৈরি দেশের দল

মেসির আর্জেন্টিনা খেলবে ভারতের একটি দলের বিরুদ্ধে। যা ভাবলেও দেশের ফুটবলপ্রেমী মানুষজন সোজা হয়ে বসবেন। সেটাই এবার সত্যি হতে চলেছে।

Published by
News Desk

ফ্রান্সের বিরুদ্ধে টানটান বিশ্বকাপ ফাইনাল জিতে মারাদোনার পর ফের আর্জেন্টিনায় বিশ্বকাপ নিয়ে গেছেন লিওনেল মেসি। মেসির আর্জেন্টিনা এখন বিশ্বজয়ী ফুটবল দল। তাদের বিরুদ্ধে বিশ্বের তাবড় দলের খেলা হতে পারে, কিন্তু ফুটবলে কার্যত বিশ্ব মানচিত্রে প্রায় খুঁজে না পাওয়া ভারতের কোনও ফুটবল দল যে খেলার জন্য তৈরি হতে পারে তা একটু কষ্ট কল্পনা মনে হতেই পারে। ভারতের ফুটবলপ্রেমীদের কাছে এটা একটা স্বপ্নের মত যে ভারতের কোনও দল মেসির আর্জেন্টিনার বিরুদ্ধে মাঠে নামছে। কিন্তু সেটাই এবার সত্যি হওয়া এখন সময়ের অপেক্ষা।

বিশ্বকাপ জেতার পর আর্জেন্টিনার ফুটবল দল কোনও প্রদর্শনী ম্যাচ খেলতে গেলে এখন এক বিপুল অঙ্কের টাকা চাইছে। যা ভারতীয় ফুটবল ফেডারেশনের কাছেও বড় অঙ্ক বলেই মনে হয়েছে। তাই সেই প্রস্তাব তারা খারিজও করে দিয়েছে।

কিন্তু কেরালার ক্রীড়ামন্ত্রী উঠেপড়ে লেগেছেন আর্জেন্টিনাকে কেরালায় আনার জন্য। তিনি বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গেও কথা বলেছেন।

ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন মুখ্যমন্ত্রী খেলা ভালবাসেন। তাই তাঁর কোনও আপত্তি নেই। এখন কেরালায় খেলতে আসা নিয়ে আর্জেন্টিনার তরফ থেকে সবুজ সংকেত এলেই হল।

ক্রীড়ামন্ত্রীর আশা এ নিয়ে ভারতীয় ফুটবল ফেডারেশনের দিক থেকেও কোনও ওজর আপত্তি আসবেনা। কিন্তু আর্জেন্টিনাকে কেরালার বিরুদ্ধে খেলতে আনার জন্য তো বিপুল অঙ্কের টাকার প্রয়োজন?

কেরালার ক্রীড়ামন্ত্রী সাফ জানিয়েছেন টাকাটা কোনও সমস্যাই নয়। বরং এসব জানার পর এখন কেরালার মানুষ মুখিয়ে আছেন মেসির আর্জেন্টিনাকে তাঁদের রাজ্যের মাঠে দেখার জন্য। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts