Sports

ফুটবল ইতিহাসে এই প্রথম সাদা কার্ড দেখালেন রেফারি

ফুটবল ম্যাচে লাল কার্ড বা হলুদ কার্ডের সঙ্গে সকলেই পরিচিত। রেফারির পকেট থেকে কার্ড বার হওয়া মানেই শাস্তি। এবার রেফারির পকেট থেকে বার হল সাদা কার্ড।

Published by
News Desk

ফুটবলের ইতিহাস নেহাত ছোট নয়। বিশ্ব ফুটবলের সেই অতিবিশাল ইতিহাসের পাতায় আর যাই থাক রেফারির সাদা কার্ড দেখানোর কোনও ইতিহাস নেই। ফুটবলে সাদা কার্ড সম্বন্ধে কারও কোনও ধারনাই নেই।

তাই রেফারি যখন পকেট থেকে সাদা কার্ড বার করে দেখান তখন খেলোয়াড়, কর্মকর্তা থেকে গ্যালারিতে থাকা দর্শক, সকলেই মনে করেছিলেন হলুদ বা লাল কার্ড বার করতে গিয়ে ভুল করে একটা সাদা কার্ড বার করে ফেলেছেন রেফারি। কিন্তু ভুল ভাঙতে সময় নেয়নি। সকলেই সামান্য সময়ের মধ্যে বুঝতে পারেন রেফারি বুঝে শুনেই সাদা কার্ড দেখিয়েছেন।

এই সাদা কার্ড দেখানোর ঐতিহাসিক ঘটনাটি ঘটেছে পর্তুগালে একটি মহিলা ফুটবল ম্যাচ চলাকালীন। খেলা চলছিল বেনফিকা এবং স্পোর্টিং লিসবন নামে ২টি মহিলা ফুটবল ক্লাবের মধ্যে। যা পর্তুগালে ডার্বি হিসাবে নেওয়া হয়।

প্রথমার্ধ শেষ হতে তখন সামান্য সময় বাকি। ইতিমধ্যেই এগিয়ে রয়েছে বেনফিকা। এই অবস্থায় গ্যালারিতে এক দর্শক অসুস্থ হয়ে পড়েন। তাঁকে সুস্থ করতে দ্রুত সেখানে ছুটে যান ২ দলের সঙ্গে থাকা চিকিৎসক দলের সদস্যরা।

তাঁদের চেষ্টায় ওই দর্শক কিছুটা সুস্থও হয়ে ওঠেন। এটা দেখার পর রেফারি পকেট থেকে সাদা কার্ড বার করে ২ দলের চিকিৎসক দলকে দেখান।

এটা শান্তির প্রতীক হিসাবে দেখানো হয়। স্পোর্টসম্যানশিপ দেখানোর জন্য দেখানো হয়। ফুটবলে সৌহার্দ্যমূলক আচরণে জোর দিতেই এই সাদা কার্ড চালু হয়েছে। যা পর্তুগালের মাঠে প্রথম ব্যবহার করা হল।

Share
Published by
News Desk
Tags: Portugal

Recent Posts