SciTech

এ মাছ জলেও থাকে, আকাশেও ওড়ে, আবার ডাঙাতেও হাঁটতে পারে

মাছ তো সকলের চেনা। জলের প্রাণি। জল আর মাছ ২টি শব্দকে আলাদা করা যায়না। কিন্তু এমন মাছের কথা শুনেছেন কি যা জলে, স্থলে এবং আকাশে থাকতে পারে?

Published by
News Desk

মাছ মানেই জলের প্রাণ। নদী, নালা থেকে পুকুর, দিঘি, সমুদ্র, মহাসমুদ্র, সর্বত্র মাছের রমরমা। জল আর মাছকে আলাদা করা যায়না। কিন্তু মাছ মানেই তো সে জলে থাকবে। জল থেকে তুলে নিলে একটা মাছ বেশিক্ষণ বাঁচবে না। কই, মাগুর, শোল, শিঙি বা ট্যাংরার মত এমন কিছু মাছ রয়েছে যারা একটু বেশি সময় জল থেকে তুলে নিলেও বেঁচে থাকতে পারে।

বাকিদের জল থেকে তোলার অল্প সময়ের মধ্যেই প্রাণবায়ু বেরিয়ে যায়। কিন্তু তারপরেও এমন এক মাছ রয়েছে যা জলে তো থাকেই, সেই সঙ্গে আকাশেও উড়তে পারে। আবার ডাঙাতেও হাঁটতে পারে।

এ মাছ বাংলায় উড়ুক্কু মাছ নামে খ্যাত। নামটা অনেকেরই চেনা। তবে এ মাছকে দেখেছেন খুব কম মানুষই। এরা জলে বাকি মাছদের মতই ঘুরে বেড়ায়।

আবার জলের অন্য বড় মাছ তাড়া করলে বা তাদের থেকে বিপদ অনুভব করলে উড়ুক্কু মাছ জল থেকে বেরিয়ে জলের উপরে কিছুটা সময় উড়তে পারে।

তবে তা পাখির মত মোটেও নয়। জলের সামান্য উপরে অল্প সময়ের জন্য উড়তে সক্ষম তারা। আবার উড়ুক্কু মাছ কোনও ডাঙায় পড়লে সামান্য সময় তার পাখনা দিয়ে হাঁটতে পারে।

তবে তা যাকে হাঁটা বলে ঠিক তেমন হয়না। যেটুকু পারে তাও অতি সামান্য সময়ের জন্য। তারপরেও উড়ুক্কু মাছ অন্যদের চেয়ে আলাদা। কারণ বাকি মাছেরা সেটাও পারেনা।

Share
Published by
News Desk