সাঁতরে এসে রেস্তোরাঁ থেকে টাকা হাতিয়ে ফের জলে ঝাঁপ দিয়ে অদৃশ্য, তারপর কি হল
একটি রেস্তোরাঁয় আজব চুরির ঘটনা ঘটল। যা বেশ অবাক করছে। এক স্কুবা ডাইভার জলে সাঁতার কেটে এসে টাকা হাতিয়ে ফের জলে ঝাঁপ দেয়। তারপর কি হল।

রেস্তোরাঁটি দেখেই চোখ জুড়িয়ে যেতে পারে। জলের ধারে এমনভাবে সেটি তৈরি দেখে মনে হবে যেন একটি প্রমোদতরী। অনেক রাতে এই রেস্তোরাঁ থেকে যখন সব অতিথি বিদায় নেন, রেস্তোরাঁ বন্ধ হয়ে যায়। তখন সেখানকার কর্মীরা গোছগাছ সেরে নেন।
সেজন্য তাঁদের কিছুটা সময় লাগে বার হতে। এই সময় রেস্তোরাঁর সেদিনের বিক্রি ও তা থেকে আসা অর্থ গোনার কাজ হয়। সেদিনও সেটাই হচ্ছিল।
আচমকা এক ব্যক্তি ঢুকে আসে ওই রেস্তোরাঁয়। তার পরনে ছিল স্কুবা ডাইভারদের মত পোশাক। বোঝাই যাচ্ছিল সে জলপথে সাঁতরে সেখানে পৌঁছেছে। জলে যে সে স্বচ্ছন্দ তা তার স্কুবা ডাইভারের পোশাকই পরিস্কার করে দেয়।
ওই ব্যক্তি রেস্তোরাঁয় ঢুকে কর্মীদের হাত বেঁধে টাকাকড়ি যেখানে গোনা হচ্ছিল সেখানে পৌঁছে যায়। তারপর টাকা হাতিয়ে ফের জলে ঝাঁপ দেয়। ২০ হাজার ডলারের মত নিয়ে পালায় সে। ভারতীয় মুদ্রায় যা সাড়ে ১৭ লক্ষ টাকার মতন।
জলে ঝাঁপ দেওয়ার পর সে কোথায় গেল তা অবশ্য কারও জানা নেই। পুলিশও খুঁজে পাচ্ছেনা। ফ্লোরিডায় রয়েছে ডিজনি স্প্রিংস প্যাডেলফিশ রেস্তোরাঁ। প্যাডেলফিশ প্রমোদতরীর মত দেখতে বিলাসবহুল রেস্তোরাঁ, যেখানকার সি ফুড দারুণ বিখ্যাত।
ওই স্কুবা পোশাকের চোর পুরো টাকাটা নিয়ে কোথায় গেল, কোথায় লুকিয়ে রাখল টাকা, কিছুই পরিস্কার নয়। এমনকি স্কুবার পোশাক থাকায় সে জলের তলায় কোথাও টাকা লুকিয়েছে কিনা সেদিকটাও ভেবে দেখছেন তদন্তকারীরা।