নিঝুম রাতে হাজির ব্যাটম্যান, ধরা পড়ে গেল চোর
কমিকসের পাতায় তুফান তোলা ব্যাটম্যানকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। সেই ব্যাটম্যান যদি সামনে এসে চোর ধরে তাহলে তো কথাই নেই।

কমিকসের পাতায় ব্যাটম্যান যেমন রোমহর্ষক সব কাণ্ড ঘটাত, তেমন ঘটনা বাস্তবে ভাবা যায়না। মনে হয় ওটা কমিকসের পাতার জন্যই ঠিক আছে। বাস্তবে তা অসম্ভব। কিন্তু সেটাই এবার সম্ভব হল।
মধ্যরাতে চুরির অভিপ্রায় ভেস্তে দিলেন ব্যাটম্যান। একেবারে সুপারহিরোর মতই মধ্যরাতে পাকড়াও করলেন চোরকে। যা দেখে বাহবা দিতে কার্পণ্য করছেননা কেউই।
এক চোর রাত ২টো নাগাদ এক ব্যক্তির গাড়ির কাচ ভেঙে তার ভিতরে ঢোকার চেষ্টা করে। এদিকে আওয়াজ পেয়ে ঘুম ভেঙে যায় মালিকের। তিনি যে অবস্থায় শুয়ে ছিলেন সেই অবস্থাতেই বেরিয়ে আসেন কি হয়েছে দেখতে।
এসে দেখেন তাঁর গাড়ি ছেড়ে চোর চলেছে তাঁর পাশের বাড়ি। ধাওয়া করেন ওই ব্যক্তি। তারপর ওই নিঝুম রাতে সবাই যখন ঘুমে কাতর, তখন তিনি পাশের বাড়িতে চুরির মতলবে প্রবেশ করা চোরটিকে পাকড়াও করেন। ততক্ষণ পাকড়াও করে রাখেন, যতক্ষণ না পুলিশ আসে।
পুলিশ এসে দেখে এক ব্যাটম্যানের পোশাক পরা মানুষ এই চোরকে পাকড়াও করেছেন। তবে ব্যাটম্যানের সঙ্গে একটাই ফারাক। ব্যাটম্যানের একটা মুখোশ ছিল। যার ফলে তার আসল চেহারা দেখা যেত না।
এই ব্যক্তির মুখটা কোনও মুখোশে ঢাকা ছিলনা। তবে তাঁর পরনে ছিল ব্যাটম্যানের পোশাক। যাকে ব্যাটম্যান পাজামা বলে ব্যাখ্যা করা হচ্ছে। ওই পোশাকেই তিনি ঘুমোচ্ছিলেন।
সেই অবস্থাতেই উঠে আসেন। সেই পোশাকই এই কাহিনিতে অন্য মাত্রা যোগ করে। ব্যাটম্যানের হাতে ধরা পড়ে যায় এক চোর। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।