World

সুইমিং পুলে কেউ স্নান করছে, আওয়াজে ঘুম ভাঙল গৃহকর্তার, দেখে ভিরমি খাওয়ার জোগাড়

তাঁর সুইমিং পুলে কেউ স্নান করছে। ঘুমের ঘোরেই আওয়াজে সেটা বুঝতে পারেন গৃহকর্তা। তাঁর ব্যক্তিগত সুইমিং পুলে কে স্নান করছে দেখতে গিয়ে আঁতকে উঠলেন তিনি।

Published by
News Desk

বর্ধিষ্ণু ধনী পরিবারের অনেকে বাসগৃহে সুইমিং পুলের ব্যবস্থা রাখেন। সেখানে তিনি বা তাঁর পরিবার জলে সময় কাটান। নিজের মত করে সাঁতার কাটেন, স্নান করেন। কারও ব্যক্তিগত সুইমিং পুল তাঁর একান্ত নিজের হয়।

বাড়ির এলাকার মধ্যে থাকা সেই সুইমিং পুলে বাইরে থেকে কেউ এসে স্নান করতে পারেননা। কিন্তু সেদিন ঘুমের মধ্যেই একটা আওয়াজ পান গৃহকর্তা। বুঝতে পারেন তাঁর সুইমিং পুলে কেউ স্নান করছে। কেউ জলে রয়েছে। এটা তো মেনে নেওয়া যায়না! তিনি ঘুম থেকে উঠে পড়েন। তারপর পৌঁছে যান সুইমিং পুলের কাছে।

সেখানে সত্যিই স্নানে ব্যস্ত যাকে তিনি দেখতে পান তাকে ধমক দেওয়ার মত শক্তি তিনি দেখামাত্র হারিয়ে ফেলেন। কোনওক্রমে মোবাইল বার করে ক্যামেরায় সেই স্নান পর্বের ছবি তুলে রাখেন। তাঁর তখন ভিরমি খাওয়ার জোগাড়।

হবে নাই বা কেন! তাঁর সুন্দর সুইমিং পুলের জলে দিব্যি সাঁতার কাটছে এক অতিকায় চেহারার কুমির। বাইরে বেশ গরম। সেই গরম থেকে রেহাই পেতে ভোর ভোর স্নানে নেমে পড়ে কুমিরটি।

বাড়ির ব্যক্তিগত সুইমিং পুলে কুমির সাঁতার কাটছে। খবর যায় প্রশাসনে। কুমির পাকড়াও করতে সিদ্ধহস্ত এক দক্ষ মানুষকে সেখানে পাঠানো হয়। তিনিই অবশেষে কুমিরকে সুইমিং পুল থেকে বার করে পাকড়াও করে নিয়ে যান।

ঘটনাটি ঘটেছে ফ্লোরিডার পোন্টা ভেডরা বিচ এলাকার এক বাসিন্দার সুইমিং পুলে। কুমিরের এই সাঁতার কাটার ঘটনা দ্রুত বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে।

Share
Published by
News Desk

Recent Posts