World

স্নানের পর তার ক্লান্তির ঘুম অনেকের ঘুম কেড়ে নিল

একটা দারুণ স্নান। তাও আবার সমুদ্রের জলে। সেই স্নানের পর একটা দারুণ ঘুমের দরকার ছিল। সেটুকুই সে করেছিল। যা অনেকের ঘুম কেড়ে নিল।

Published by
News Desk

সমুদ্রের জলে অনেকক্ষণ ধরে স্নান করলে একটা ক্লান্তি পেয়ে বসতেই পারে। মনে হতেই পারে যে একটা দারুণ ঘুম হলে শরীরটা বেশ চাঙ্গা হতে পারত। তারও হয়তো সেটাই মনে হয়েছিল। কোনও সাতে পাঁচে না থেকে নিশ্চিন্তে একটা কোণা দেখে আরামে ঘুমিয়ে পড়েছিল সে।

যা চোখে পড়তেই অনেকের ঘুম উড়ে গেল। পুলিশ এল। তারা ছবিও তুলল সেই আরামের ঘুমের। তারপর সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্টও করে দিল। সব মিলিয়ে এটাই ছিল পুরো ব্যাপারটা।

এখানে প্রশ্ন হল কে এই ঘুমে মত্ত হল? আর তার ঘুম অন্য অনেকের ঘুমই বা কেড়ে নিল কেন? উত্তর হল ভাল্লুক। একটা কালো বিশাল চেহারার ভাল্লুক।

যে ফ্লোরিডার গালফ সোর বুলেভার্ড নর্থ-এ সমুদ্রের জল ঢুকে আসা খাঁড়িতে দিব্যি স্নান সারে। তারপর কাছের একটি নির্মীয়মাণ বাড়ির একটি ঘরে গিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়ে।

ভাল্লুক তো শান্তিতে ঘুমিয়ে পড়ে। কিন্তু তা দেখা মাত্র অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। ফলে খবর যায় পুলিশের কাছে। পুলিশ এসে সেই অর্ধ সমাপ্ত ঘরে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা ভাল্লুকটির ছবি তুলে তা পোস্ট করে দেয় সোশ্যাল মিডিয়ায়।

পরে ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশন-এর তরফ থেকে ওই ভাল্লুকটিকে ওখান থেকে পাকড়াও করা হয়। ভাল্লুকটিকে ধরার পর তাকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়।

Share
Published by
News Desk

Recent Posts