World

প্রতিবেশির তরকারির গন্ধে টিকতে পারছেন না, কি করা যায় জানতে চাইলেন মহিলা

তাঁর প্রতিবেশি তরকারি রান্না করেন। যার গন্ধে তাঁর টেকা দায় হচ্ছে। এ থেকে মুক্তি পাওয়ার উপায় জানতে চেয়ে সকলের দ্বারস্থ এক মহিলা।

Published by
News Desk

এখানে তিনি থাকতেন না। সবে উঠে এসেছেন। আর আসার পর থেকেই নাকি তিনি এক অন্য সমস্যার শিকার হয়েছেন। তাঁর ঘরময় একটা বিশেষ গন্ধ ঘুরপাক খাচ্ছে। একটা চড়া গন্ধ। যা তাঁর একদম ভাল লাগছে না।

এই গন্ধের জন্য তিনি আঙুল তুলেছেন তাঁর প্রতিবেশির দিকে। যে প্রতিবেশি একজন ভারতীয়। প্রতিবেশি নাকি ভারতে প্রচলিত তরকারি রান্না করেন। যার গন্ধ প্রতিবেশির রান্নাঘর থেকে এসে ঢুকছে তাঁর ঘরে। তাঁর সারা ঘরে সেই গন্ধ মম করছে। এমনকি তাঁর বাড়ির জিনিসপত্রেও নাকি ওই গন্ধ পাওয়া যাচ্ছে।

ভারতীয় তরকারি রান্নার এই গন্ধে তিনি টিকতে পারছেন না। এই গন্ধকে তিনি দুর্গন্ধ বলেই ব্যাখ্যা করেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় বিষয়টি জানিয়ে এই গন্ধ থেকে মুক্তি পাওয়ার উপায় জানতে চেয়েছেন।

ওই মহিলা আমেরিকান। তিনি ফ্লোরিডার ট্যাম্পা শহরে ফ্ল্যাট কিনে উঠে এসেছেন কিছুদিন হল। তবে তাঁর এই গন্ধ বিচার নিয়ে মোটেও খুশি নন নেটিজেনরা। তাঁরা ওই মহিলার বক্তব্যে জাতিবিদ্বেষ খুঁজে পাচ্ছেন। আর তার সমালোচনাও করেছেন।

এটা বুঝতে পেরে ওই মহিলা জানিয়েছেন, তিনি ভারতীয় রান্নার সমালোচনা করছেননা। সেই রান্না খারাপও বলছেন না। তিনি নিজেও নাকি ভারতীয় রান্নার ভক্ত।

তবে প্রতিবেশির তরকারির গন্ধ তাঁর ভাল লাগছে না। এজন্য তাঁর প্রতিবেশি দায়ী নন। তিনি কেবল চান এই গন্ধ থেকে কীভাবে তিনি মুক্তি পাবেন তার উপায় জানতে।

Share
Published by
News Desk

Recent Posts