চুরি করে পালাচ্ছিল, ধাওয়া করায় পুলিশকে মদ্যপানের অফার দিল চোর
পুলিশের দিকে মদের পাত্র এগিয়ে দিল চোর। ভাবটা এমন একসঙ্গে বসে খাওয়া যাক। পুলিশ তাকে তাড়া করতেই এই কাণ্ড করল সে।

চুরি হয়েছে। একটা নয়, একাধিক জিনিস। তা ক্যামেরায় ধরাও পড়েছে। একটি দোকান থেকে সে সেগুলি চুরি করে। দোকান থেকে অনেক জিনিস চুরি করার অভিযোগে অভিযুক্ত ওই মধ্যবয়সী ব্যক্তি যে জিনিসপত্র নিয়ে পালাচ্ছে সেকথা পুলিশকে জানানো হয় দোকানের তরফ থেকে।
পুলিশ দ্রুত ব্যবস্থাও নেয়। তারা ওই চোরকে ধাওয়া করে। এবার শুরু হয় চোর পুলিশ খেলা। চোরও পালাচ্ছে। পুলিশও ধাওয়া করছে। এমনটা কিছুক্ষণ চলার পর অবশ্য চোর ধরা পড়ে।
পুলিশ তাকে ধাওয়া করে ধরার চেষ্টা করতেই এক আজব কাণ্ড করে চোর। ওই দোকান থেকে চুরি করা ভদকা সে এগিয়ে দেয় পুলিশ আধিকারিকদের দিকে। এগিয়ে দেয় মানে অফার করে।
ভাবটা এমন আপনারাও পান করুন আমার সঙ্গে। পুলিশ এই মদ্যপানের অফারকে ঘুষ দেওয়ার চেষ্টা হিসাবেই দেখছে। কারণ সে যখন আর পালাবার পথ নেই দেখে তখন সে পুলিশকে মদ্যপানের অফার করে দেখে যদি ছাড়া পায়।
যদিও পুলিশ আধিকারিকরা সেই অফারকে নাকচ করে তাকে পাকড়াও করেছেন। ঘটনাটি ঘটেছে ফ্লোরিডায়। চোর ধরতে পুলিশকে অনেক সময়ই তাড়া করতে হয়। ধরাও পড়ে অপরাধীরা।
কিন্তু পুলিশের হাত থেকে ছাড়া পেতে অভিযুক্ত যে এভাবে পুলিশকে মদ্যপানের অফার দেয় এটা বেশ নজরকাড়া। ফলে খবরটি ছড়িয়ে পড়তে সময় নেয়নি। এমনকি বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমেও চোরের এই অভিনব অফার জায়গা করে নিয়েছে।