কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে কুমির, প্রতীকী ছবি
শহরের নর্দমা সে শহরের দূষিত, নোংরা জলকে বহন করে নিয়ে যায়। সেই নর্দমায় ইঁদুর বা ছোটখাটো কীটপতঙ্গের বাস হয় সেকথা অনেকেরই জানা। কিন্তু নর্দমায় কুমির ঘুরলে তা তো নজর কাড়বেই।
শহরের নর্দমায় কত প্রাণির বাস? কী ধরনের প্রাণি সেখানে বসবাস করছে? এসব জানতে ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ফ্লোরিডার গেইনজভিল শহরের নর্দমায় সারি দিয়ে ক্যামেরা লাগিয়ে দেন।
সেই ক্যামেরা দিয়ে তাঁরা সারাক্ষণ নজর রাখেন মাটির তলার নর্দমায় থাকা প্রাণিদের ওপর। ৬০ দিনের মত নজরদারি চালানোর পর তাঁদের যা অভিজ্ঞতা হয় তা তাঁরা নিজেরাও বিশ্বাস করতে পারছেন না।
বিজ্ঞানীরা দেখেন নর্দমায় দিব্যি বসবাস করছে, ঘুরে বেড়াচ্ছে কুমির থেকে ব্যাঙ, ব়্যাকুন থেকে সাপ, ইঁদুর থেকে আর্মাডিলো এবং এমন নানা প্রাণি। একটা ব়্যাকুন তো কয়েকটি ক্যামেরায় আঁচড়ও কাটে। সব মিলিয়ে ৩৫ রকম প্রাণির দেখা তাঁরা নর্দমায় পেয়েছেন।
একটা শহরের নর্দমায় যে এত প্রাণির বসবাস হতে পারে তা তাঁরা ভাবতেও পারেননি। এই নর্দমার জল গিয়ে যে পুকুরে পড়ছে সেখান থেকে কুমিররা এই নর্দমায় হাজির হচ্ছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। কারণ নর্দমার জলে ভেসে পুকুর থেকে মাছরাও চলে আসে।
সেগুলো খেতেই কুমিরদের এই নর্দমায় এত যাতায়াত। সব মিলিয়ে ৫০টির মত কুমিরের দেখা পেয়েছেন বিজ্ঞানীরা। একটা শহরের নর্দমায় এত কুমির যে থাকতে পারে তা এখনও অবাক করছে গবেষকদের। ক্যামেরা না লাগালে শহরের নিচে কি হচ্ছে তা জানতেও পারতেন না কেউ।
বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…