World

ছাদ ফুঁড়ে ঘরে আছড়ে পড়ল রহস্যময় বিশাল বরফের চাঁই

এমন কাণ্ড যে ঘটতে পারে তা কল্পনাও করতে পারেননি কেউ। নীল ঝলমলে দিন। আচমকাই একটি বাড়ির ছাদ ফুঁড়ে ঘরে আছড়ে পড়ল একটি বিশাল বরফের চাঁই।

Published by
News Desk

নীল আকাশ। ঝলমলে রৌদ্রজ্জ্বল দিন। এমনই এক সুন্দর দিনে আচমকাই একটি বাড়ির ছাদ ফুঁড়ে আছড়ে পড়ল একটি বরফের চাঁই। যা কার্যত সকলকে হতবাক করে দেয়।

এমনটা যে হতে পারে সেটা কেউ ভাবতেও পারেননি। বরফের টুকরোটি এতটাই বড় ছিল যে কারও মাথায় পড়লে তাঁর ভবলীলা সেখানেই সাঙ্গ হতে পারত। অবশ্য তেমন ভয়ংকর ঘটনা ঘটেনি।

কারণ যে বাড়িতে বরফের চাঁইটি এভাবে ছাদ ফুঁড়ে ঘরে আছড়ে পড়ে সে বাড়িতে সে সময় কেউ ছিলেননা। বাড়ি বন্ধ ছিল। এখন প্রশ্ন হল এই বরফের টুকরো এল কোথা থেকে? সেখানেই রহস্য দানা বেঁধেছে।

আকাশে মেঘ ছিলনা। ঝলমলে আকাশ থেকে তো বরফে চাঁই আছড়ে নামতে পারেনা। মেঘ থাকলেও কথা ছিল। আবার কেউ যে ওই বিশাল বরফের চাঁই ছুঁড়ে দিয়েছেন তাও নয়।

কারণ ওই বিশাল বরফ তুলে ওভাবে কারও ছাদে ছোঁড়া সম্ভব নয়। তাহলে? সেটাই পরিস্কার নয়। এমন বরফের টুকরো ওই এলাকায় আরও কয়েকটা পড়ে একই সময়ে।

তবে তার কোনওটা বাড়িতে পড়েনি। বাড়িটির ছাদ ধাতব পাত দিয়ে তৈরি ছিল। কংক্রিট নয়। সেই মোটা ধাতব পাত ভেঙে ঢুকে পড়ে সেই বরফ।

ঘটনাটি ঘটেছে ফ্লোরিডার পাম কোস্ট এলাকায়। সুন্দর সাজানো জনবসতিতে এমন এক ঘটনায় আতঙ্কও সৃষ্টি হয়। সকলেই বলছেন যদি সে সময় ঘরে কেউ থাকতেন, তাহলে কি হত!

Share
Published by
News Desk

Recent Posts