World

এভাবেও ফিরে আসা যায়, দেখিয়ে দিল একটি কুকুর

এভাবেও ফিরে আসা যায়। এটা এবার করে দেখাল একটি কুকুর। যা করল তা এককথায় বিস্ময়কর। ১০ দিনের শূন্যতা পূরণ করল চোখের জলে।

Published by
News Desk

এ যেন নতুন করে ফিরে আসা। আর এভাবেও যে ফিরে আসা যায় তা আথেনা-কে না দেখলে, তার কাহিনি না শুনলে বিশ্বাস হতনা। ঘটনার সূত্রপাত গত ১৫ ডিসেম্বর। ওইদিন পরিবারের এক সদস্য হিসাবেই সঙ্গে ছিল আথেনা নামে কুকুরটি।

পরিবারের সকলের প্রিয় সে। কিন্তু কোনওভাবে সে হারিয়ে যায়। না সে পথ খুঁজে পেয়েছে মনিবের কাছে ফেরার, না তার মনিব খুঁজে পেয়েছেন তাকে। যদিও খোঁজাখুঁজিতে এতটুকুও ফাঁক রাখেননি তাঁরা।

তন্নতন্ন করে খুঁজেও আথেনাকে না পেয়ে মনের দিক থেকে ভেঙে পড়েছিলেন কোমার পরিবারের প্রতিটি সদস্য। আথেনা হারিয়ে গেছে শুনে পাড়াপড়শিরাও খোঁজাখুঁজি শুরু করেন।

কিন্তু ১০ দিনেও তার কোনও খোঁজ মেলেনি। অগত্যা তাকে পাওয়ার আশা প্রায় ত্যাগই করেছিলেন সকলে। আর ঠিক সেই সময়ই বাজল ডোরবেল।

ডোরবেল বাজার পর কোমার পরিবারের মনে হয় কেউ এসেছেন। কে এসেছেন তা দেখার জন্য ডোরবেল ক্যামেরায় চোখ রাখেন তাঁরা। যা দেখেন তা তাঁরা প্রথমে বিশ্বাসও করতে পারেননি।

আথেনা ফিরে এসেছে। কারও সঙ্গে নয়। একা ফিরেছে। আর ফিরে বাড়ির দরজায় ডোরবেল বাজিয়ে কড়া নাড়ছে। দ্রুত দরজা খুলে দেন পরিবারের সদস্যরা।

আথেনার সঙ্গে যে তাঁদের এভাবে ফের দেখা হবে তা ভাবতেও পারছিলেননা তাঁরা। আথেনা কিন্তু ১০ দিন নিখোঁজ থাকার পর ঠিক বড়দিনের আগের দিন হাজির হয় বাড়িতে। তাও আবার প্রায় ২০ মাইল পথ অতিক্রম করে। একাই বাড়ি ফিরে সে নিজেই ডোরবেল বাজায়।

আথেনা জার্মান শেফার্ড প্রজাতির সারমেয়। যা কোমার পরিবারের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছিল বহুদিন আগেই। ফ্লোরিডার বাসিন্দা ওই পরিবার তাদের আথেনাকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে।

আনন্দে চোখে জল এসে যায় পরিবারের সদস্যদের। এই কাহিনি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর অনেকেই কুকুরটির এভাবে প্রত্যাবর্তনের গল্প শুনে অবাক।

Share
Published by
News Desk

Recent Posts