কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে কুমির, প্রতীকী ছবি
তিনি গিয়েছিলেন পাইথন ধরতে। এই পাইথন ধরাটা তাঁর ব্যক্তিগত ইচ্ছার প্রতিফলন ছিলনা। বরং তিনি একটি প্রতিযোগিতার অংশ হয়ে গিয়েছিলেন পাইথন ধরতে। সেই পাইথন ধরতে গিয়ে তিনি যা দেখলেন তা কার্যত বিশ্বের কাছে এক বিস্ময়কর ছবি হয়ে গেল।
এখন সেই ছবি খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে। কি রয়েছে ছবিতে? ওই ব্যক্তি যদিও হাজির হয়েছিলেন জঙ্গলে পাইথন ধরতে, কিন্তু সেখানে জলে এক কুমিরকে সাঁতার কাটতে দেখেন।
সে তো সব কুমিরই কাটে। কিন্তু এই কুমিরের পিঠে আবার অন্য এক প্রাণি বসে আছে। সে কেবল কুমিরের সাঁতরে চলাটা উপভোগ করছে। কুমিরের পিঠে চেপে এক দিক থেকে অন্য দিকে পাড়ি দিচ্ছে।
আর সেটা একটি সাপ। বিষধর সাপ। কিন্তু সে কুমিরের ঘাড়ের কাছে চুপ করে বসেছিল। যাতে কুমিরটির হাত ধরে সাপটি এতটা পথ অতিক্রম করতে পারে।
বার্মিজ পাইথনের বাড়তে থাকা সংখ্যায় লাগাম দিতে প্রতিবছরই ফ্লোরিডা পাইথন চ্যালেঞ্জ নামে একটি প্রতিযোগিতা হয়। যেখানে প্রতিযোগীরা জঙ্গলে পাইথন খুঁজে তাদের পাকড়াও করেন। এটা করা হয় পাইথনের সংখ্যা নিয়ন্ত্রণ করতে।
সেই প্রতিযোগিতায় অংশ নিয়ে পাইথন খোঁজায় মন দেওয়ার পর কুমিরের পিঠে চেপে সাপের এই ভ্রমণ কার্যত তাঁর কাছে উপরি পাওনা। তবে তিনি পরিস্কার করে দিয়েছেন সাপটি পাইথন ছিলনা। ঘটনাটি ক্যামেরাবন্দি হয়েছে ফ্লোরিডার বিগ সাইপ্রেস ন্যাশনাল প্রিজার্ভ-এ।
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…