World

ওর মনখারাপ, মুড নেই, ছবি তুলবেন না, সকলকে সতর্ক করল প্রশাসন

কারও মনখারাপ হলে তার সঙ্গে কেউ কি সেলফি তোলে? এক্ষেত্রে আবার অন্য ভয়ও রয়েছে। সে বিষয়েই সতর্ক করল প্রশাসন।

Published by
News Desk

অনেকেই তার সঙ্গে সেলফি তোলার চেষ্টা করছেন। সেলফি যাতে ভাল আসে সেজন্য তার খুব কাছে পৌঁছে যাচ্ছেন। এতটাই কাছে যে তাকে ভয়াবহ বলে মনে করছেন প্রশাসনিক আধিকারিকরা। সে বিষয়ে সোশ্যাল সাইটে সতর্কও করেছে শহরের শেরিফ অফিস। কেউ যেন এভাবে ঝুঁকি না নেন সে বিষয়ে সতর্ক করেছে দফতর।

যার সঙ্গে সেলফি তোলার জন্য মানুষ ঝুঁকি নিচ্ছেন বলে মনে করছে প্রশাসন, সে আর কেউ নয়, একটি কালো ভাল্লুক। যার মন খারাপ। অত্যন্ত মানসিক চাপে রয়েছে। অবসাদ পেয়ে বসেছে তাকে।

এমন এক অবসাদগ্রস্ত ভাল্লুককে রাস্তার ধারে দেখে অনেকেই এগিয়ে যান তার সঙ্গে ছবি তুলতে। এমনিতে ভাল্লুকটি কিছুই করছেনা। এমনকি খবর পেয়ে প্রশাসনিক আধিকারিকরা যখন তার কাছে পৌঁছন, তখন তাঁদের দেখে টুক করে জঙ্গলে লুকিয়ে পড়ে সে।

ফ্লোরিডার সান্টা রোজা বিচের কাছে হাইওয়েতে গাছের ধারে মনখারাপ হওয়া ভাল্লুকটি দাঁড়িয়েছিল। তাকে নিয়ে মেতে ওঠেন পথচলতি মানুষজন।

স্থানীয় প্রশাসন অবশ্য বারবার সতর্ক করে জানিয়েছে, কালো ভাল্লুকটি যদি কোনও কারণে আঘাত হানে তাহলে কিন্তু তা যে কারও জন্য ভয়ংকর হতে পারে।

তাই কখনওই তার সঙ্গে সেলফি তোলার জন্য যে ঝুঁকি নিয়ে কাছে যাচ্ছেন সকলে তা করা উচিত নয়। প্রশাসনের তরফে এটাও স্পষ্ট করা হয়েছে যে ওই ভাল্লুকটি একেবারেই সেলফি তোলার মুডে নেই। তাই তাকে না ঘাঁটানোই ভাল।

Share
Published by
News Desk

Recent Posts