SciTech

পৃথিবীতে এই প্রথম মিলল এমন মাছ, অদ্ভুত তার চেহারা

মাছের সঙ্গে পরিচিতি সকলেরই। সে তিনি তা খান বা না খান। তবে যাঁরা মাছ নিয়েই দিন কাটান তাঁরা মানছেন এমন আজব মাছ আগে কখনও দেখেননি।

Published by
News Desk

মাছ সকলেই দেখেছেন। অনেক মাছ চেনা আবার অনেক মাছ অচেনা। যাঁরা মাছ খান তাঁরা স্থানীয় মাছদের সঙ্গে পরিচিত। যাঁরা মাছ পোষেন তাঁদের অ্যাকোয়ারিয়ামে নানা রংবেরংয়ের মাছ থাকে। যাদের দেখলেই তাঁরা চিনে নাম বলে দিতে পারেন।

মাছ বিক্রেতারাও অনেক মাছ চেনেন। সবচেয়ে বেশি মাছ হয়তো চেনেন যাঁরা মাছ নিয়েই সারাজীবন গবেষণা করছেন তাঁরা। এমনই বিশেষজ্ঞেরা মাছের ওপর গবেষণাই চালাচ্ছিলেন ফ্লোরিডার ম্যারিয়ন কাউন্টির সিলভার গ্লেন স্প্রিংস-এ।

সেখানেই জলে মাছ খোঁজার সময় তাঁরা একটি মাছ পান। যা দেখার পর থেকে সব মাছ ভুলে এখন কেবল এই মাছটিকে নিয়ে দিন কাটাচ্ছেন তাঁরা।

কারণ বাকি মাছেরা তাঁদের চেনা। কিন্তু এই গার গোত্রীয় মাছটির চেহারা তাঁদের হতবাক করে দিয়েছে। প্রায় ৩ ফুটের কাছে লম্বা মাছটির মুখের কাছটি সরু লম্বা।

এমন অনেক মাছের হয়ে থাকে। কিন্তু যেটা আজ পর্যন্ত কোনও মাছের ক্ষেত্রে দেখা যায়নি, তা হল এর পিঠের পরের অংশ। পিঠের প্রায় কাছ থেকেই মাছটির দেহ আচমকা বাঁক নিয়েছে।

এমনভাবে বাঁক নিয়েছে যে ইংরাজি ভি অক্ষরের মত হয়ে গেছে মাছটির দেহ। এমন মাছ কেউ কোথাও দেখেননি। গবেষকেরা এমন চেহারার মাছটিকে পাওয়ার পর তাকে নিয়ে নানা গবেষণায় মন দিয়েছেন। মাছটিকে আরও ভাল করে চেনার চেষ্টায় ত্রুটি রাখছেন না তাঁরা।

Share
Published by
News Desk

Recent Posts