World

আমেরিকার বিমানবন্দরে বন্দুকবাজের হামলা, মৃত ৫ যাত্রী

Published by
News Desk

আমেরিকার হলিউডের ফোর্ট লড়ারটেল আন্তর্জাতিক বিমানবন্দর। এখানকার ২ নম্বর টার্মিনালের ব্যাগেজ চেক পয়েন্টে তখন যাত্রীদের ভিড়। আচমকাই সেখানে হাজির হয়ে গুলি চালাতে থাকে এক ব্যক্তি। ওই বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন কয়েকজন যাত্রী। শুরু হয় বাঁচার জন্য হুড়োহুড়ি। আর্তনাদের আওয়াজে ছুটে আসে পুলিশ। ততক্ষণ ৫ জন যাত্রীর গুলিতে ঝাঁঝরা হয়ে মৃত্যু হয়েছে। ৮ জন আশঙ্কাজনকভাবে গুলিবিদ্ধ।

পুলিশি তৎপরতায় গ্রেফতার হয় ওই বন্দুকবাজ। প্রাক্তন সেনাকর্মী ওই বন্দুকবাজের খারাপ ব্যবহারের কারণে গত বছর সেনার চাকরি যায়। কিন্তু এদিন ঠিক কী কারণে সে এই হামলা চালালো তা এখনও পরিস্কার নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

Share
Published by
News Desk

Recent Posts