World

না ডাকতেই বাড়িতে অতিথি, দরজা বন্ধ করে পালালেন গৃহকর্ত্রী

তিনি তো আর ডাকেননি। নিজেই এসে হাজির হয়েছে। হাজির যে হয়েছে তাও অনেকটা পড়ে জানতে পারেন গৃহকর্ত্রী। দেখেই বাড়ি ছাড়া তিনি।

Published by
News Desk

খুব কম সময়ই বাড়িতে অতিথির আগমন ঘটে আচমকা। আমন্ত্রণ করলে তাঁরা হাজির হন। অথবা চমকে দেওয়ার জন্য কেউ কেউ আচমকা হাজির হন। যা সাধারণভাবে গৃহস্থের জন্য যেমন চমকের হয়, তেমনই আনন্দদায়ক। এক্ষেত্রে কিন্তু তেমনটা হল না।

অতিথি এসে প্রথমেই ঢুকে পড়ল রান্নাঘরে। বিকট সব শব্দ করতে শুরু করল। আর তা শুনে গৃহকর্ত্রী এসে তাকে দেখার পর আনন্দ ভুলে দরজা জানালা বন্ধ করে পালালেন। ফোনও করলেন যাতে তাঁকে এই অতিথির হাত থেকে রক্ষা করা হয়।

বাড়িতে বৃদ্ধা একাই ছিলেন। খুব সুন্দর পরিবেশ। তেমনই সুন্দর সেখানকার বাসিন্দারা। শান্তশিষ্ট অঞ্চলে বেশ সুন্দর বাস সকলের। বৃদ্ধার হঠাৎ কানে আসে একটা আওয়াজ।

একটু অন্যরকম আওয়াজ শুনে তিনি আওয়াজটা লক্ষ্য করে এগিয়ে যান। আওয়াজটা আসছিল রান্নাঘরের দিক থেকে। সেখানে ঢোকার আগেই তিনি দেখেন তাঁর রান্নাঘরে এক অতিকায় কুমির।

৭ ফুট লম্বা সে কুমিরকে দেখে প্রাথমিকভাবে শিরদাঁড়া দিয়ে হিম স্রোত বয়ে যায় বৃদ্ধার। তারপরই সময় নষ্ট না করে রান্নাঘর সহ বাড়ির অন্য দরজা বন্ধ করে দেন।

এবার ফোন করেন সঠিক নম্বরে যাতে তাঁকে রক্ষা করা হয়। পশু উদ্ধারকারীরা ফোন পেয়েই হাজির হন বাড়িতে। তারপর তাঁরা দক্ষতার সঙ্গে সে কুমিরকে পাকড়াও করে নিয়ে যান।

হাঁফ ছেড়ে বাঁচেন ফ্লোরিডার গ্র্যান্ড পাম কমিউনিটি এলাকার বাসিন্দা ওই বৃদ্ধা। এভাবে গৃহস্থের রান্নাঘরে কুমিরের আগমনের খবর সংবাদমাধ্যমে খবর হতে সময় নেয়নি।

Share
Published by
News Desk

Recent Posts