কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে কুকুর, প্রতীকী ছবি
বাগান ঘেরা বাড়ি অনেকেই দেখেছেন। যাঁরা একটা বড় জমির ওপর বাড়ি বানান বা যাঁদের দীর্ঘদিনের বাড়ি, তাঁদের বাড়ির চারধারে সাধারণত বাগান করা থাকে। এ বাড়িটিরও তাই।
চারধারে বাগান। সেই বাগানে দিব্যি খেলে বেড়ায় বাড়ির পোষ্য সারমেয়টি। নাম বেবি। বাড়ির বাগানের চারধারে বেড়া দেওয়া। বাড়ির পিছনের দিকের সেই বাগানের বেড়ার ধারে আচমকাই মাটি খুঁড়তে শুরু করে কুকুরটি।
বাড়ির লোকজন গুরুত্ব দেননি। ওটা ওর খেলা হতে পারে। কিন্তু গর্ত খোঁড়া হয়ে গেলে কুকুরটির শরীরী ভাষা দেখে সন্দেহ হয় গৃহবাসীর। তিনি গিয়ে গর্তে উঁকি দেন। আর যা দেখেন তা দেখে তিনি চিনতেও পারেন। স্তম্ভিত হয়ে যান।
তিনি নিজেই সেটিকে প্রথমে মাটির তলা থেকে বার করে আনেন। ওজন সাড়ে ৪ কেজির মত। এটি যে বহু পুরনো একটি না ফাটা বোমা তা বুঝতে অসুবিধা হয়নি ফ্লোরিডার জ্যাকসনভিল এলাকার বাসিন্দা ম্যাথিউ সিমস-এর।
তিনি সেটিকে সন্তর্পণে বার করে এনে দ্রুত পুলিশে খবর দেন। পুলিশ এসে এলাকা ঘিরে নিয়ে ওই বাড়ি তো বটেই, এমনকি আশপাশের বাড়িও ফাঁকা করে দেয়। তারপর বম্ব স্কোয়াড এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। যাতে বোমাটি ফেটে না যায়।
কোথা থেকে এই যুদ্ধে ব্যবহৃত বোমাটি এল তা এখনও পরিস্কার নয়। তবে তা যে কয়েক দশক ধরে মাটির তলায় ছিল তা তার চেহারা থেকে স্পষ্ট।
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…