World

একটু উষ্ণতার খোঁজে ৩ বোনের স্পর্শ পেতে আসে ওরা

একটু উষ্ণতা চায় ওরা। যা ওদের ভাল রাখে। কনকনে ঠান্ডা থেকে কিছুটা রেহাই দেয়। এজন্য তাদের পছন্দ ৩ বোনের স্পর্শ।

Published by
News Desk

শীতের দিনে ঠান্ডার জায়গায় ঠান্ডার স্পর্শ যে কতটা অসহ্য হয় তা মুখে বললে বোঝা যাবেনা। ওখানে থেকে তা অনুভব করতে হয়। তবে সেখানে হাড় কাঁপানো ঠান্ডা কেমন তার একটা আন্দাজ তো পাওয়াই যায়। এমনই হাড় কাঁপানো ঠান্ডা কি কেবল মানুষকেই কাবু করে! তা তো নয়।

অনেক প্রাণিও এই ঠান্ডা সহ্য করতে পারেনা। তাই তারা ঠান্ডা থেকে পালানোর পথ খোঁজে। খুঁজে বেড়ায় কোথায় একটু উষ্ণতার ছোঁয়া পাওয়া যায়।

সেই উষ্ণতার খোঁজেই আশপাশের বিভিন্ন কনকনে ঠান্ডা জল থেকে পালিয়ে আসে সমুদ্র গাভীরা। মানাটি বলে পরিচিত এই সমুদ্র গাভীরা উষ্ণতার খোঁজে হাজির হয় থ্রি সিস্টার স্প্রিংসে।

ক্রিস্টাল নদীর এই থ্রি সিস্টার স্প্রিংসের জল তুলনায় উষ্ণ। তাই এখানেই চলে আসে তারা। যদিও তা তাদের জন্য ঝুঁকির হয়। আবার আশপাশের মানুষের জন্যও ঝুঁকির হয়।

সমুদ্র গাভীরা ক্ষতি না করলেও তারা যেভাবে একটু জায়গায় ভিড় জমায় তাতে জলের ধারের মাটি আলগা হয়ে ধস নামার পরিস্থিতি তৈরি হয়। তাই সেদিকে নজর রেখে এমনটা হওয়া থেকে রক্ষার সব ব্যবস্থা করতে হয় প্রশাসনকে।

ফ্লোরিডার এই থ্রি সিস্টার স্প্রিংসে প্রতি শীতেই কিন্তু এই সমুদ্র গাভীদের থিকথিকে ভিড় জমে যায়। এতই ভিড় হয় যে জল দেখা যায়না। কেবল এই প্রাণিদের দেখা যায় জলে ভাসতে।

এদের যাতে অসুবিধা না হয় সেদিকে নজর রেখে এদের জন্য আলাদা ঘেরা জায়গাও করে দেয় প্রশাসন। সাউথওয়েস্ট ফ্লোরিডা ওয়াটার ম্যানেজমেন্ট ডিসট্রিক্ট এই সমুদ্র গাভীদের উষ্ণতা পেতে থ্রি সিস্টার স্প্রিংসে ভেসে বেড়ানোর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছে।

Share
Published by
News Desk

Recent Posts