সাদা কুমির, ছবি – সৌজন্যে – ফেসবুক – @gatorland
কুমির যেহেতু চেনা প্রাণি তাই তার চেহারায় অন্যরকম কিছু দেখলে তো চোখে পড়েই যায়। এ এমন এক কুমির যার চেহারায় একটি বিশেষত্ব চোখ কেড়েছে সকলের। আর তাতেই জানা গিয়েছে এমন কুমির এই প্রথম দেখতে পাওয়া গেল। এর আগে কেউ এমন কুমির দেখেননি।
ফ্লোরিডার এক কুমির পার্কে এমন এক কুমিরের জন্ম হয়েছে। জন্মের পর তার চেহারার বিশেষত্ব দেখে বিষয়টি ওই পার্ক কর্তৃপক্ষের তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়। ফলে খবরটি অনেকের জানা হয়ে যায়। কুমিরটির ছবিও ছড়িয়ে পড়ে।
ওই পার্কে ৩৬ বছর আগে লিউসিসটিক প্রজাতির কুমির আসে। তারপর তা আরও বেড়েছে। কিন্তু এই প্রথম এমন এক সাদা কুমির দেখতে পাওয়া গেল। এখানেই তার জন্ম হয়েছে।
এমন ধবধবে ফর্সা রংয়ের কুমির এর আগে দেখা যায়নি। প্রসঙ্গত লিউসিসটিক কুমির প্রজাতিটি অতিবিরল। মাত্র ৭টির মত রয়েছে পৃথিবীতে। যার ৩টি রয়েছে ফ্লোরিডার এই পার্কে।
এই কুমিরগুলির গায়ের রং কালচে হয়না। কিন্তু তাদের গায়ের সাদাটে রংয়ের ওপর কালো ছিটে থাকে। যাতে রোদ সহ্য করতে তাদের অসুবিধা না হয়।
কিন্তু এই প্রথম এমন এক কুমির পাওয়া গেল যার পুরো দেহটাই সাদা ধবধব করছে। এটা কিন্তু কুমিরটির জন্য অসুবিধার কারণ হতে পারে বলেও মনে করছেন অনেকে। তার রোদ সহ্য করতে কষ্ট হতে পারে।