Entertainment

নিতম্ব বড় করতে নিয়েছিলেন ইঞ্জেকশনটা, এমনটা হবে ভাবেননি তরুণী মডেল

নিতম্ব আরও বড় করতে চেয়েছিলেন তিনি। সেজন্য একজনের পরামর্শে একটি ইঞ্জেকশনও নেন। কিন্তু তিনি জানতেনও না এই ইঞ্জেকশনের পর কি অপেক্ষা করছে তাঁর জন্য।

Published by
News Desk

তিনি পেশায় মডেল। তবে এই তরুণী মডেল হিসাবে যত না পরিচিত, তার চেয়েও অনেক বেশি পরিচিত জনপ্রিয় মডেল অভিনেত্রী কিম কার্দাশিয়ানের মত দেখতে হিসাবে। অনেকেই গুলিয়ে ফেলতেন তাঁকে কিম ভেবে। এতটাই মিল।

সেই মডেল চেয়েছিলেন তাঁর নিতম্ব আরও একটু বড় করতে। কিন্তু চাইলেই তো নিতম্ব বড় হয়না। তা করতে হয়তো তাঁর উচিত ছিল সঠিক চিকিৎসকের পরামর্শ নেওয়া। কিন্তু তিনি তা না করে অন্য এক মহিলার পরামর্শ শোনেন।

ওই মহিলা তাঁকে পরামর্শ দেন একটি ইঞ্জেকশন নেওয়ার। তিনি আনিয়েও দেন সেটি। কিমের মত দেখতে তরুণী মডেল ক্রিস্টিনা অ্যাশটেন গৌরকানি সেই ইঞ্জেকশন নেন।

ইঞ্জেকশন নেওয়ার পর নিতম্ব বড় না হয়ে বরং শুরু হয় তাঁর হৃদযন্ত্রের সমস্যা। যা বাড়তে থাকে। অবশেষে হৃদরোগে আক্রান্ত হয়ে ক্রিস্টিনার মৃত্যু হয়।

ওই ভুল ইঞ্জেকশনের জেরেই যে ক্রিস্টিনার মৃত্যু তা জানার পর পুলিশ ওই মহিলাকে খুঁজে বার করে। যিনি ওই ইঞ্জেকশন ক্রিস্টিনাকে দিয়েছিলেন তাঁকে গ্রেফতার করে পুলিশ। ফ্লোরিডার ওই মহিলাকে ভুয়ো ইঞ্জেকশন দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়।

এদিকে সান মাতেয়ো কাউন্টিতে এই বেআইনি কসমেটিক ইঞ্জেকশনে ক্রিস্টিনার মৃত্যু নিয়ে শোরগোল পড়েছে। ক্যালিফোর্নিয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ক্রিস্টিনাকে বাঁচানো যায়নি।

মনে করা হচ্ছে ওই মহিলা ক্রিস্টিনাকে একটি হোটেলের ঘরে একাধিক ইঞ্জেকশন দেন। সেই ইঞ্জেকশনই কেড়ে নিল কিম রূপী মডেল ক্রিস্টিনার প্রাণ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk