World

ভোররাতে একসঙ্গে বেজে উঠল হাজার হাজার মোবাইল, লাফিয়ে উঠলেন শহরবাসী

ভোররাতে তখন দারুণ ঘুমে মগ্ন শহরের বাসিন্দারা। তারমধ্যে আচমকা তাঁদের সকলের মোবাইল ফোন বাজতে শুরু করে। গাঢ় ঘুম থেকে লাফিয়ে ওঠেন সকলে।

Published by
News Desk

তখন ভোর প্রায় পৌনে ৫টা। এই সময় ঘুমটা বেশ গাঢ়ই হয়। কিছু মানুষ যদিও ভোরে ওঠেন। তবে অধিকাংশ শহরটাই তখন গভীর ঘুমে মগ্ন। এমন সময় ঘুমের মধ্যেই তাঁরা একটা আওয়াজ পেলেন। কিসের আওয়াজ?

গাঢ় ঘুমের মধ্যেই তাঁরা বুঝলেন তাঁদের মোবাইল বাজছে। আপৎকালীন অ্যালার্টের নোটিফিকেশন কল। ঘুমের ঘোর কাটতে সময় নিল না। আতঙ্ক তখন পেয়ে বসেছে তাঁদের। দ্রুত মোবাইল হাতে নিয়ে তাতে আসা মেসেজ পড়ে ফেললেন সকলে।

মেসেজে লেখা এটা একটা পরীক্ষা, এমার্জেন্সি অ্যালার্ট সিস্টেমের পরীক্ষা, কিছু করার দরকার নেই। এই লেখা পড়ার পর অনেকেই মেজাজ হারান। এ কেমন মস্করা শহরবাসীর সঙ্গে! পরীক্ষার নামে তাঁদের প্রত্যেককে ভোররাতে এভাবে ঘুম থেকে তুলে দেওয়ার মানে কি!

আমেরিকার ফ্লোরিডা শহরে ঘটা এই ঘটনায় কার্যতই ক্ষুব্ধ হয়ে ওঠেন শহরবাসী। ক্ষোভ আন্দাজ করতে পারে শহর প্রশাসনও। এভাবে ভোররাতে শহরবাসীকে ঘুম থেকে তোলার জন্য দ্রুত ক্ষমা চায় প্রশাসন।

ফ্লোরিডা শহরের প্রশাসন এটাও জানায় যে যে সফটওয়্যার সংস্থাকে এই আপৎকালীন অ্যালার্ট পাঠানোর দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের অবিলম্বে এমন কাজের জন্য বরখাস্ত করা হয়েছে।

শহরবাসী যেন এমন ঘটনার জন্য ক্ষোভে আপৎকালীন অ্যালার্ট ফোনে বন্ধ না করে দেন সেজন্যও অনুরোধ জানায় শহর প্রশাসন। এই ঘটনা যাতে আর না ঘটে সেদিকেও তাঁদের কড়া নজর থাকবে বলে জানিয়ে দিয়েছেন প্রশাসনিক কর্তারা।

Share
Published by
News Desk

Recent Posts