World

বিদেশে আততায়ীর গুলি, মৃত ভারতীয়

Published by
News Desk

১ অজ্ঞাত পরিচয় আততায়ীর গুলিতে মৃত্যু হল কে গোবর্ধন রেড্ডি নামক এক ব্যক্তির। তিনি তেলেঙ্গানার বাসিন্দা। কর্মসূত্রে থাকতেন ফ্লোরিডায়। সেখানেই একটি ডিপার্টমেন্টাল স্টোরে ম্যানেজারের পদে কাজ করতেন। গত মঙ্গলবার সেই ডিপার্টমেন্টাল স্টোরে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে ১ আততায়ী। বন্দুকবাজের গুলি এসে লাগে কে গোবর্ধন রেড্ডি-র দেহে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

কে গোবর্ধন রেড্ডি-র পরিবারের কাছে যে খবর পৌঁছেছে তাতে জানা যাচ্ছে, ওই ডিপার্টমেন্টাল স্টোরে কোনও কিছুর দাম নিয়ে অশান্তির জেরে আচমকাই গুলি চালাতে শুরু করে বন্দুকবাজ। তার সঙ্গে আরও কয়েকজন ছিল।

এই ঘটনায় স্টোরের আরও ১ কর্মী আহত হয়েছেন। কে গোবর্ধন রেড্ডি ৭ বছর আগে ওই চাকরি নিয়ে মার্কিন মুলুকে পাড়ি দেন। তাঁর স্ত্রী ও ২ মেয়ে রয়েছে। বড় মেয়ে দশম শ্রেণি ও ছোট মেয়ে সপ্তম শ্রেণিতে পড়ে। রেড্ডির পরিবারের তরফে কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানানো হয়েছে যাতে দ্রুত তাঁর দেহ পরিবারের কাছে ফেরানোর ব্যবস্থা করা হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk