World

ব্যাঙ্কে কাজে গিয়ে গুলিতে মৃত ৫

Published by
News Desk

ব্যাঙ্কে কাজ থাকেই। ফলে সকাল থেকেই ব্যাঙ্কে গ্রাহকদের ভিড় জমতে শুরু করেছিল। আর ঠিক সেই সময়েই ঘটে গেল দুঃস্বপ্নের সেই ঘটনা। হঠাৎই শুরু হল গুলি বর্ষণ। গ্রাহকরা কিছু বুঝে ওঠার আগেই তাঁদের শরীর ভেদ করে ঢুকতে থাকল এলোপাথাড়ি গুলি। যন্ত্রণায় আর্তনাদ করে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়তে থাকলেন গ্রাহকরা। ব্যাঙ্কের মধ্যে কতটুকুই বা পালানোর জায়গা। গুলি চলছে নাগাড়ে এবং এলোপাথাড়ি। ফলে পালানোর পথ প্রায় নেই। এক তরুণ বন্দুকবাজের এমন বেপরোয়া গুলিবর্ষণে ফ্লোরিডার সেবরিং শহরের একটি ব্যাঙ্কে মৃত্যু হল ৫ জলের। আহত বেশ কয়েকজন।

পুলিশ জানিয়েছে, তারা ব্যাঙ্কের ভিতর থেকে ৫টি দেহ উদ্ধার করেছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলির দাবি ওই বন্দুকবাজের নাম জেফেন জ়েভার। বয়স ২১ বছর। এই ঘটনার পর ফ্লোরিডার পুলিশ প্রশাসন ওই বন্দুকবাজের খোঁজ শুরু করেছে। এদিকে এমন ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে ফ্লোরিডায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts