ফ্লোরা সাইনি, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম - @florasaini
তাঁর বয়স তখন ২০ বছর। সেসময় তিনি প্রেমে পড়েন এক প্রযোজকের। প্রযোজক তখন বেশ পরিচিত মুখ। সেই সময় তাঁরা একান্তে সময় কাটাতেন। কিন্তু অভিনেত্রীর দাবি তিনি ওই প্রযোজককে খুবই ভালবেসে ফেলেছিলেন। কিন্তু সেই প্রেমের দিনগুলো তাঁর জন্য ভাল কাটেনি। বরং সারা জীবনের জন্য দুঃস্বপ্নের ১৪টা মাস হয়ে থেকে গেছে।
কারণ ১৪ মাস তিনি তাঁর সম্পর্ককে টিকিয়ে রাখলেও তারপর আর পেরে ওঠেননি। কিন্তু কী এমন করেছিলেন ওই প্রযোজক যে ওই অভিনেত্রীকে ১৪ মাসের মধ্যে ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হল?
অভিনেত্রী জানাচ্ছেন, প্রেমের সম্পর্কটা শুরুর পর বেশ ভালই কাটছিল। কিন্তু কিছুদিন পর থেকেই তিনি লক্ষ্য করেন যে তিনি কোনও কাজের অফার পেলে তা করতে দিচ্ছেন না তাঁর প্রেমিক। এমনকি তাঁকে ফোন পর্যন্ত করতে দিতেন না কাউকে।
এখানেই শেষ নয়, তাঁর শরীরের গোপন অঙ্গে মাঝেমধ্যেই ঘুষি মারতেন ওই প্রযোজক বলে দাবি করেছেন অভিনেত্রী ফ্লোরা সাইনি। এভাবে তাঁর গোপন অঙ্গে ঘুষি মারার মত ঘটনা চলতেই থাকে।
তবু সহ্য করেও ফ্লোরা একসঙ্গে থাকার চেষ্টা করেন। কিন্তু একদিন সন্ধেয় তাঁর পেটে জোরে ঘুষি চালিয়ে দেওয়ার পর আর তিনি সহ্য করতে পারেননি। সেদিনই বাড়িটি থেকে বেরিয়ে আসেন।
স্ত্রী, প্রেমা কোসাম, নরসিমা নাইডু সহ অনেক সিনেমায় অভিনেয় করা অভিনেত্রী ফ্লোরা সোশ্যাল মিডিয়ায় তাঁর সেই দিনগুলোর কথা জানিয়েছেন।
ফ্লোরা জানিয়েছেন, ওই প্রযোজককে ছেড়ে তিনি তাঁর মা বাবার কাছে ফিরে আসেন। চেষ্টা করতে থাকেন ওই দুঃস্বপ্ন থেকে বার হতে। ক্রমে ফের তিনি কাজে ফেরেন।
যদিও এক রূপকথার মত প্রেমের অভিজ্ঞতা তাঁর ভয়ংকর, তবু ফ্লোরা জানিয়েছেন আজও তিনি রূপকথায় বিশ্বাস করেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা