Business

ফ্লিপকার্টের শেয়ার কিনছে ওয়ালমার্ট?

Published by
News Desk

ভারতের অন্যতম ই-কমার্স সাইট ফ্লিপকার্টের ৪০ শতাংশের ওপর শেয়ার কিনতে চলেছে ওয়ালমার্ট? এমনই জল্পনা বাতাসে উড়ছে কর্পোরেট দুনিয়ায়। অ্যামাজনের মত সংস্থাকে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে এই ‘ডিল’ কার্যকরী ভূমিকা নিতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। যদিও কোনও সংস্থার তরফেই এমন কিছু হচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে কথায় বলে যা রটে তার কিছুটা বটে!

এই কিছুটার তত্ত্ব সত্যি করে যদি সত্যি সত্যিই মার্কিন বহুজাতিক রিটেল সংস্থা ওয়ালমার্ট ফ্লিপকার্টের ৪০ শতাংশের ভাগীদার হয়, তাহলে ই-কমার্সে ভারতে কঠিন প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে হবে অ্যামাজনকে। এখনও ফ্লিপকার্ট তাদের কখনওই জমি ছেড়ে দেয়নি। ওয়ালমার্টের সঙ্গে গাঁটছড়া সম্পূর্ণ হলে দেশীয় বাজার দখলে আরও বৃহত্তর ডায়নামিক মার্কেটিংয়ে নামতে পারবে ফ্লিপকার্ট।

Share
Published by
News Desk

Recent Posts