Kolkata

টিকা নিয়ে কোনও অসুবিধা হয়নি : ফিরহাদ হাকিম

বুধবার থেকে দেশজুড়ে শুরু হল ভারতের তৈরি করোনা প্রতিষেধক টিকা কোভ্যাক্সিন-এর তৃতীয় পর্যায়ের ট্রায়াল। কলকাতায় তার প্রথম ডোজ নিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

Published by
News Desk

কলকাতা : ভারত বায়োটেক ও আইসিএমআর-এর যৌথ উদ্যোগে তৈরি ভারতের করোনা প্রতিষেধক টিকা কোভ্যাক্সিন-এর ট্রায়াল চলছে। প্রথম ২টি ধাপে তা দারুণভাবে সাফল্যও পেয়েছে। বুধবার থেকে শুরু হল তার তৃতীয় পর্যায়ের ট্রায়াল।

ভারতের ২৪টি কেন্দ্রে তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হল বুধবার থেকে। তৃতীয় পর্যায়ের এই ট্রায়াল কেন্দ্রগুলির মধ্যে রয়েছে কলকাতার নাইসেড-এর নামও। এখানেও ট্রায়াল শুরু হল বুধবার থেকেই। এই ট্রায়াল শুরুর অনুষ্ঠানে অংশ নেন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনকর।

নাইসেড-এ প্রথম ট্রায়াল টিকাটি নেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। নাইসেড-এ এসে টিকা নেন তিনি। টিকা নেওয়ার পর কিছুক্ষণ তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়। পরে তিনি একটি সাংবাদিক সম্মেলন করে জানান, তাঁর শরীর ভালই লাগছে। কোনও অসুবিধা নেই।

ফিরহাদ হাকিম বলেন তাঁর আশা টিকাটি সফল হবেই। তাঁর দেহে যদি আগামী দিনে কোনও সমস্যা তৈরি হয় তাহলে সেই সমস্যা শুধরে নিয়ে একদম সঠিক টিকাটি যত দ্রুত সম্ভব যেন নাইসেড তাঁদের হাতে তুলে দেয়।

ফাইল : ফিরহাদ হাকিম, ছবি – আইএএনএস

ফিরহাদ হাকিম বলেন, তাঁরা টিকা হাতে পেলেই দ্রুত তা কলকাতা সহ রাজ্যবাসীকে দেওয়ার বন্দোবস্ত করবেন। তৃতীয় পর্যায়ে নাইসেড-এ যে ট্রায়াল এদিন শুরু হল তাতে ১ হাজার স্বেচ্ছাসেবক প্রয়োজন।

কলকাতা ও শহরতলির বাসিন্দা কেউ স্বেচ্ছাসেবক হতে চাইলে তিনি আসতেই পারেন। তবে তার আগে তাঁর শারীরিক পরীক্ষা হবে। তাঁকে সম্পূর্ণ সুস্থ হতে হবে।

কলকাতা সহ ভারতে যেদিন কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হল সেই বুধবার বিশ্ববাসীর জন্যও একটি সুখবর এসেছে টিকা নিয়ে। এদিনই বিশ্বের প্রথম কোনও টিকা সাধারণ মানুষকে দেওয়ার জন্য ছাড়পত্র পেল।

ফাইজারের টিকাকে ছাড়পত্র দিয়েছে ব্রিটেন। সেখানে আগামী সপ্তাহ থেকেই সাধারণ মানুষের টিকাকরণ শুরু হয়ে যাবে। প্রথমে বয়স্ক মানুষজন, স্বাস্থ্যকর্মী এবং দ্রুত অসুখের শিকার হতে পারেন এমন মানুষজনকে টিকা দেওয়া হবে। আপাতত ৮ লক্ষ ডোজ দিয়ে শুরু হচ্ছে ব্রিটেনে টিকাকরণ পর্ব। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts