Categories: Sports

যুবভারতীতেই হবে অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ

Published by
News Desk

অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ হবে কলকাতার ‌যুবভারতীতেই। মঙ্গলবার এ বিষয়ে খোদ ফিফার সবুজ সংকেত মিলেছে। এদিন ‌যুবভারতী ক্রীড়াঙ্গন ঘুরে দেখেন ফিফার ১২ সদস্যের প্রতিনিধিদল। খুঁটিয়ে পরীক্ষা করেন মাঠ ও তার আশপাশের অবস্থা। বেশ কিছু জায়গার ছবিও তোলেন তাঁরা। ফিফার প্রতিনিধিদের গোটা কর্মযজ্ঞ ঘুরিয়ে দেখান ভারতীয় ফুটবল ফেডারেশনের কর্তারা। পরে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার উপস্থিতিতে ফিফার তরফে ‌যুবভারতীতে অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপের আয়োজন নিয়ে সবুজ সংকেত দেওয়া হয়।

প্রসঙ্গত এবার ফুটবল বিশ্বকাপের প্রস্তুতিকে সামনে রেখেই আইএসএলের কোনও ম্যাচের জন্য ‌যুবভারতী দেওয়া হয়নি। পরিবর্তে আইএসএলের খেলাগুলি হচ্ছে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে।

Share
Published by
News Desk

Recent Posts