Sports

‘বি’ টিম নিয়েও কনফেডারেশনস কাপ জিতে নিল বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি

Published by
News Desk

জার্মানির প্রথম ১১ জনের অনেকেই এই দলে অনুপস্থিত। কার্যত দেশের বি টিম নিয়ে কনফেডারেশনস কাপের মত শক্ত প্রতিযোগিতা খেলতে মাঠে নেমেছিল বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। তারপরও জোয়াকিম লো-র দল প্রমাণ করে দিল কেন তারা বিশ্বসেরা। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে এদিন লাতিন আমেরিকা চ্যাম্পিয়ন চিলির এই মুহুর্তের সবচেয়ে সেরা দলের সঙ্গে ফাইনাল খেলতে মাঠে নামে জার্মানি। খেলার ২০ মিনিটের মাথায় লার্স স্টিনডল্ জার্মানির হয়ে খেলার একমাত্র গোলটি করেন। সেটিই অখ্যাত খেলোয়াড়ে ভরা জার্মানিকে প্রথমবারের জন্য কনফেডারেশনস কাপ এনে দিল। অন্যদিকে মার্সেলো দিয়াজ, আর্তুরো ভিদালদের মত তারকা ফুটবলারদের নিয়েও চিলি ৯০ মিনিটে জার্মানির গোলে বল জড়াতে পারেনি। তবে খেলায় বেশ কয়েকবার ভাল সুযোগ তৈরি করে দুরন্ত চিলি। তবে তাতে কাজের কাজ কিছু হয়নি।

 

Share
Published by
News Desk

Recent Posts