National

ফ্রন্টের ভাবনা উস্কে দিল রামকিষাণের আত্মহত্যা?

রামকিষাণ গ্রেওয়ালের আত্মহত্যা যে তাদের কতটা বিপদের মুখে ফেলে দিয়েছে তা হাড়ে হাড়ে টের পাচ্ছে বিজেপি নেতৃত্ব। সামনেই শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। বছর ঘুরলেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে বিরোধীদের হাতে এমন ‘বার্নিং’ ইস্যু চলে আসায় তাদের রাতের ঘুম ওড়ার জোগাড়। তার ওপর রাহুলকে আটক করে কংগ্রেসকে ইতিমধ্যেই অনেকটা ‘মাইলেজ’ দিয়ে ফেলেছে পদ্মশিবির। যাকে কার্যত ‘পলিটিকাল ব্লান্ডার’ বলেই মনে করছে বিজেপির একাংশ। এই অবস্থায় মৌন থাকাই শ্রেয় বলে মনে করছে তারা। ফলে স্পিকটি নট! মুখে কুলুপ এঁটেছেন বিজেপির বড়, ছোট, মাঝারি সব নেতাই। কেবল একটা কিছু বলতে হয় তাই মুখতার আব্বাস নাকভি এদিন রাহুলের নাম না করে তাঁকে ‘পার্টটাইম পলিটিশিয়ান’ বলে খোঁচা দিয়েছেন। যদিও তাতে কংগ্রেস নেতৃত্ব রেগে যাওয়ার বদলে মুখ টিপে হেসেছেন। কারণ তাঁরা বিলক্ষণ বুঝে গেছেন বিজেপিকে কোণঠাসা করে জাতীয় রাজনীতির ময়দানে কামব্যাকের এমন সুবর্ণ সুযোগকে এখনও পর্যন্ত নির্ভুলভাবেই কাজে লাগিয়েছেন তাঁরা।

অন্যদিকে পোড় খাওয়া রাজনীতিবিদের মতই বিজেপির কপালে মৃদু ঘাম জমিয়ে কংগ্রেসের মল্লিকার্জুন খার্গে সাফ জানিয়েছেন, আসন্ন শীতকালীন অধিবেশনে কংগ্রেস জম্মু কাশ্মীর ও রামকিষাণ ইস্যুতে সংসদে সরব হবেন। যার মর্মার্থ সংসদ অচলের সমূহ সম্ভাবনা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদবও কেন্দ্রের বিরুদ্ধে এদিন রামকিষাণ ইস্যুতে খোলাখুলি সরব হয়েছেন। আর সেটাই এখন মোদী ব্রিগেডের চিন্তার বড় কারণ। কারণ রামকিষাণকে সামনে রেখে যেভাবে কংগ্রেস সহ আঞ্চলিক দলগুলি এককাট্টা হতে শুরু করেছে তাতে সিঁদুরে মেঘ দেখছেন তাঁরা।

২০১৯-এ মোদীর বিজয়রথের চাকায় লাগাম দিতে বেশ কিছুদিন ধরেই একটা ফ্রন্ট গড়ার কথাবার্তা চলছে। কখনও সেই সম্ভাবনা উজ্জ্বল হয়, কখনও বা আবার নেতিয়ে পড়ে। রামকিষাণের আত্মহত্যা সেই ধিকিধিকি জ্বলা সম্ভাবনায় ঘৃতাহুতি দিয়েছে। বুধবার ঝাড়গ্রামের জনসভায় মুখ্যমন্ত্রীও রামকিষাণ ইস্যুতে সরব হয়েছেন। ফলে কংগ্রেস, তৃণমূল, সপা, আপ, যেভাবে একএক করে দল বামলা গ্রামকে সামনে রেখে একজোট হচ্ছে তাতে ফ্রন্টের সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হচ্ছে। যা বিজেপির জন্য মোটেও সুখবর নয়। আর সেটা হাড়েহাড়ে টেরও পাচ্ছে বিজেপি নেতৃত্ব।

News Desk

গাড়ি নয়, গাড়ির নম্বর প্লেটে থাকা রেজিস্ট্রেশন নম্বর বিক্রি হল ১ কোটি ১৭ লক্ষ টাকায়

ভারতে এখন গাড়ি নয়, গাড়ির নম্বর প্লেটে থাকা রেজিস্ট্রেশন নম্বর বিক্রি হচ্ছে ১ কোটি ১৭…

November 27, 2025

অন্যধারার খাবারেও দেশের সেরা কলকাতা, কামাল দেখাল ফুচকা, আলুপোস্ত

খাবার বললে কলকাতা শহরের জুড়ি নেই। এবার নতুন ধারনার খাদ্যাভ্যাসেও সেরা হল কলকাতা। তাও আবার…

November 26, 2025

স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশিকে ভাড়া করেন স্বামী, তারপর ঘটল অন্য কাণ্ড

তিনি শারীরিকভাবে অপারগ। এটা জানার পর এক ব্যক্তি তাঁর প্রতিবেশিকে ভাড়া করেন তাঁর স্ত্রীকে অন্তঃসত্ত্বা…

November 26, 2025

মেঘের পিছনে স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে এল রঙিন পুতুল, আকাশ থেকে কোথায় নামল সেটাই রহস্য

তাকে ফিরে পেতে এখন হন্যে হয়ে খুঁজছেন সকলে। যে সে পুতুল নয়। একাই স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে…

November 26, 2025

২৭ বছর ধরে হেঁটে চলেছেন তিনি, হেঁটে পৃথিবী ভ্রমণ করতে গিয়ে সমুদ্রও হেঁটেই পেরিয়েছেন

২৭ বছরে কোনও যানবাহনে ওঠেননি তিনি। এমনকি কোনও নৌকা বা গরুর গাড়িতেও নয়। স্রেফ পায়ে…

November 26, 2025

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025