Entertainment

রবিবারে সকাল মানেই বিশেষ খাবার, কি খান দঙ্গলের গীতা ফাতিমা সানা শেখ

তিনি রবিবার সকালে বিশেষ খাবার খান। যা এবার সোশ্যাল মিডিয়ায় ফলাও করে জানিয়েও দিলেন দঙ্গল সিনেমায় গীতা ফোগটের ভূমিকায় অভিনয় করা ফাতিমা।

Published by
News Desk

ফাতিমা সানা শেখ এখন বলিউড অভিনেত্রীদের মধ্যে উদীয়মানদের একজন। যাঁর হাতে এখন অনেক সিনেমার অফার। ‘দঙ্গল’ সিনেমায় প্রধান চরিত্র গীতা ফোগটের ভূমিকায় অভিনয় করে ফাতিমা সবচেয়ে বেশি নজর কেড়ে নেন। যেখানে আমির খান তাঁর বাবার ভূমিকায় অভিনয় করেন।

এখন অবশ্য সেই আমির খানের তৃতীয় স্ত্রী তিনি হতে চলেছেন বলে খবর ভেসে বেড়াচ্ছে টিনসেল টাউনের আনাচেকানাচে। ৩১ বছরের ফাতিমা ‘চাচি ৪২০’ সিনেমায় শিশু চরিত্রে অভিনয় দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটান। এখন তিনি বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী। হাতে একাধিক সিনেমা।

‘লুডো’, ‘আজিব দাস্তানস’, ‘মডার্ন লাভ মুম্বই’-এ তাঁকে অভিনয় করতে দেখা গেছে। ‘শ্যাম বাহাদুর’ নামে একটি সিনেমায় তিনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করছেন।

এই ফাতিমা সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ। আর সেই সোশ্যাল মিডিয়াতেই তিনি জানালেন রবিবার মানেই তিনি সকালে বিশেষ খাবার খান। কি সেই খাবার?

নিতান্তই সাধারণ বলা চলে। এক কাপ দুধ আর চকোলেট চিপস দেওয়া কুকিজ। এটাই তাঁর প্রতি রবিবারের সকালের মেনু। এটা মেনে চলেন তিনি।

‘ধক ধক’ নামে একটি সিনেমাতেও অভিনয় করতে চলেছেন ফাতিমা। দঙ্গল-এর সাফল্য ফাতিমাকে কার্যত বলিউড অভিনেত্রীদের প্রথম সারিতে এনে ফেলেছে। কেরিয়ারের উর্ধ্বমুখী গ্রাফে চড়া তাঁর শুরু হয়ে গেছে। এটা কতদিন তিনি ধরে রাখতে পারেন সেটা অবশ্যই সময়ই বলে দেবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk