Entertainment

অনুরাগ বসুর পরিচালনায় কেন কাজ করতে ভাল লাগে, আজব কারণ দেখালেন ফাতিমা সানা শেখ

অনুরাগ বসু একজন দারুণ পরিচালক। তবে শুধু সেই কারণেই ফাতিমা সানা শেখ তাঁর সিনেমায় কাজ করতে চান এমনটা নয়। অন্য একটি কারণ দেখালেন দঙ্গল-এর অভিনেত্রী।

Published by
News Desk

বলিউডে বাঙালি যে কজন পরিচালক ভাল কাজ পাচ্ছেন এবং করছেন, তাঁদের মধ্যে অনুরাগ বসু অন্যতম। তাঁর সিনেমায় একটা অন্য স্বপ্নের জগত তৈরি হয়। অনুরাগের সিনেমা তৈরির ধরন একটু আলাদা। যা দর্শকদের মন কাড়ে।

এমনকি অনুরাগ যে ম্যাজিকের দুনিয়া সিনেমার পর্দায় তৈরি করেন তাতে মোহিত হন অনেক তারকাও। যে তালিকায় ফাতিমা সানা শেখ একজন।

ঝকঝকে এই নায়িকা ক্রাইম কমেডি ধর্মী সিনেমা লুডো-তে কাজ করেছেন। যা অনুরাগ বসুর পরিচালনায় তৈরি। ফের অনুরাগের সিনেমায় কাজ করতে চলেছেন দঙ্গল সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করা ফাতিমা। অনুরাগের মেট্রো ইন ডাইনো সিনেমায় ফাতিমা সানা শেখ অন্যতম চরিত্রে অভিনয় করছেন।

অনুরাগের সিনেমায় ফের সুযোগ পেয়ে আর তর সইছে না ফাতিমার। যত দ্রুত সম্ভব অনুরাগের সেটে উপস্থিত হতে চাইছেন তিনি।

তবে তা কেবল অভিনয়ের টানেই নয়। অনুরাগ বসুর সেটে আরও একটি জিনিস ফাতিমাকে আকর্ষিত করে। যে কারণে আরও ফাতিমা অনুরাগের সঙ্গে কাজ করতে মুখিয়ে থাকেন। আর সেটা হল খাবার।

অনুরাগ বসুর সেটে নাকি দারুণ সব খাবার খেতে দেওয়া হয়। যেটা ফাতিমার অনুরাগের সিনেমায় অভিনয় করার আরও একটা মস্ত কারণ।

অনুরাগ বসু যে খাদ্য রসিক তা বলিউডের প্রায় সকলের জানা। খেতে এবং খাওয়াতে ভালবাসেন তিনি। অনুরাগের সেই খাদ্যপ্রেম যে তাঁর সেটে উপস্থিত নায়ক নায়িকাদেরও মন জয় করছে তা এবার ফাতিমার কথা থেকে স্পষ্ট। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk