Entertainment

বলিউডে সবচেয়ে কিপটে কে, হাটে হাঁড়ি ভাঙলেন ফারাহ খান

ফারাহ খান কার্যত হাটে হাঁড়ি ভেঙে দিলেন। বলিউডের তারকাদের মধ্যে সবচেয়ে কিপটে কে তাঁর নামটা সকলের সামনে বলে দিলেন।

Published by
News Desk

বলিউডের তারকাদের আর্থিক ক্ষমতা যে যথেষ্ট তা নিয়ে নতুন করে বলার অপেক্ষা রাখে না। কথায় বলে বলিউডে টাকা উড়ছে! সকলেই বেশ ধনী মানুষ। কিন্তু ধনীরাও তো কিপটে হতে পারেন।

এবার ফারাহ খান সেই নামটা প্রকাশ করে দিলেন যিনি বলিউডের অন্দরমহলে কিপটে হিসাবে বেশ সুপ্রসিদ্ধ। তবে নাম প্রকাশ করাই নয় প্রমাণও করে দিলেন তিনি ওই নামটাই কেন বলেছেন। একটি শোতে এই হাটে হাঁড়ি ভাঙতে চলেছেন পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খান।

ফারাহ-র সঙ্গে অনুষ্ঠানে দেখা যাবে অনিল কাপুরকেও। তাঁদের কপিল শর্মা প্রশ্ন করেন ফারাহ না অনিল কাপুর, কে বেশি কিপটে? ফারাহ জানান, তাঁরা কেউ নন। বলিউডে যদি কেউ কিপটে থাকেন তবে তিনি হলেন চাঙ্কি পাণ্ডে।

ফারাহ এটাও বলেন যে তিনি সেটা প্রমাণ করে দিতে পারেন। তিনি ফোন চান। ফোনে ফারাহ চাঙ্কি পাণ্ডেকে ফোন করে ৫০০ টাকা চান। তাতে চাঙ্কি জানান এটিএম থেকেই তো তুলে নিতে পারেন ফারাহ।

ফারাহ এরপর বলেন চাঙ্কি যদি অন্তত ৫০টা টাকা তাঁকে দেন। তাতে চাঙ্কি জিজ্ঞেস করেন কেন ওই টাকা তাঁর চাই। ৮০ দশকের শেষে আগ হি আগ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন চাঙ্কি পাণ্ডে।

তারপর থেকে এখনও তিনি অভিনয় করে চলেছেন। চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্য পাণ্ডেও এখন বলিউডে যথেষ্ট নজর কাড়ছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk