SciTech

ফেসবুক ব্যবহার করতে আধার বাধ্যতামূলক নয়, জানিয়ে দিল ফেসবুক

Published by
News Desk

ফেসবুকে আধার নম্বর সংযুক্তিকরণ নিয়ে তৈরি হওয়া যাবতীয় জল্পনায় জল ঢেলে দিল খোদ ফেসবুক সংস্থাই। জানিয়ে দিল ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর সংযুক্ত করার কোনও প্রয়োজন নেই। একটি ব্লগ পোস্টের মাধ্যমে তারা জানিয়ে দিয়েছে, তারা আধার তথ্য সংগ্রহ করছে না। ফেসবুকে কেউ সাইন ইন করার সময় তাঁদের আধার নাম দেওয়ারও প্রয়োজন নেই।

এর আগে খবর ছড়িয়ে পড়ে যে এবার থেকে ফেসবুকে ‘সাইন ইন’ করতে গেলে ইউজারকে তাঁর আধার তথ্য দিতে হবে। তবেই মিলবে ফেসবুকে ঢোকার ছাড়পত্র। তা নিয়ে বিভ্রান্তি ছড়ায়। তারপরই তাদের আধার নিয়ে অবস্থান পরিস্কার করে দিল ফেসবুক। জানিয়ে দিল তাদের সোশ্যাল সাইটে প্রবেশ করতে কোনও আধার তথ্য বা নম্বরের প্রয়োজনীয়তা নেই। কিন্তু তাহলে কেন ফেসবুকে দেখা যাচ্ছিল আধার কার্ডে যে নাম দেওয়া আছে সেটা দিতে হবে?

সেটাও পরিস্কার করে দিয়েছে ফেসবুক। ফেসবুক জানিয়েছে, ওটা ছিল পরীক্ষামূলক পদক্ষেপ। তাও আবার নতুন ইউজারদের জন্য। যাতে তাঁদের বন্ধু ও পরিবারের লোকজন দ্রুত তাঁকে চিহ্নিত করতে পারেন এবং খুঁজে নিতে পারেন।

Share
Published by
News Desk