SciTech

বিতর্কিত পোস্ট খতিয়ে দেখতে বড়সড় সিদ্ধান্ত নিল ফেসবুক

Published by
News Desk

বিতর্কিত পোস্ট খতিয়ে দেখতে ও সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নিজস্ব ‘সুপ্রিম কোর্ট’ বানাচ্ছে ফেসবুক। একদম শীর্ষ আদালতের মত সিদ্ধান্ত নিতে সক্ষম হবে ফেসবুকের এই আভ্যন্তরীণ আদালত। ফেসবুক যার নাম দিয়েছে ‘ওভারসাইট বোর্ড’। ২০২০ সালের প্রথম দিকেই এই ওভারসাইট বোর্ড কার্যকরী হবে। এই ওভারসাইট বোর্ডের কাছে ফেসবুক ব্যবহারকারীরা আবেদন জানাতে পারবেন। তাঁদের অভিযোগ থাকলে জানাতে পারবেন।

ফেসবুকে বিতর্কিত পোস্ট নিয়ে বার বার প্রশ্ন উঠেছে। বিভিন্ন মহলে তা নিয়ে আলোচনা হয়েছে। সরকারিভাবে ফেসবুককে অনেক সময় অনেক পোস্ট সম্বন্ধে সচেতন করা হয়েছে। সরিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে। কী পোস্ট হচ্ছে সেদিকে নজর রাখতে বলা হয়েছে। একথা মাথায় রেখে এখনও ফেসবুক নিজের মত করে তাদের সোশ্যাল প্ল্যাটফর্মে প্রকাশিত পোস্টগুলির দিকে নজর রাখার চেষ্টা করে।

‘ওভারসাইট বোর্ড’ ফেসবুককে আরও বেশি ব্যাখ্যাযোগ্য ও তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে আরও সুনিশ্চিত করবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। গত ২০১৮ সালে প্রথম বিষয়টি মাথায় আসে ফেসবুকের প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জুকারবার্গের। গ্রাহকদের কী সুবিধা হবে? জুকারবার্গ নিজেই জানিয়েছেন যদি ফেসবুকের কোনও সিদ্ধান্তে কোনও গ্রাহকের আপত্তি থাকে তাহলে তিনি প্রথমে ফেসবুককে জানাতে পারবেন। সেই সিদ্ধান্তে খুশি না হলে তিনি ‘ওভারসাইট বোর্ড’-এ আবেদন করতে পারবেন। তবে ‘ওভারসাইট বোর্ড’ যা সিদ্ধান্ত নেবে তাই চূড়ান্ত। তার ওপর আর কোনও কথা হবেনা।

জুকারবার্গ জানিয়েছেন, ‘ওভারসাইট বোর্ড’-এর সিদ্ধান্তে যদি তাঁর বা তাঁর সংস্থার কোনও শীর্ষকর্তার আপত্তি থাকে তাহলে তাঁদের আপত্তিও গ্রাহ্য হবে না। ‘ওভারসাইট বোর্ড’-এর সিদ্ধান্তই শেষ কথা। তিনি সেইসঙ্গে জানিয়েছেন, ‘ওভারসাইট বোর্ড’ যে সিদ্ধান্ত নেবে তা কেন গ্রহণ করা হল তা খোলাখুলি সকলকে জানিয়েও দেবে তারা। ৪০ জনকে নিয়ে এই ‘ওভারসাইট বোর্ড’ গঠন করবে ফেসবুক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Facebook

Recent Posts