SciTech

ফেসবুক থেকে নৌকা কিনছে স্মাগলাররা

Published by
News Desk

ফেসবুক থেকে নৌকা কিনছে স্মাগলার এবং শরণার্থীরা। অনেক কম দামে মিলছে সেই নৌকা। সেই নৌকায় করে ফ্রান্সের বন্দর শহর কালাইস থেকে চ্যানেল পার করে জলপথেই তারা পৌঁছে যাচ্ছে ব্রিটেনে। এমনই এক খবরে তোলপাড় ফেলে দিল একটি সংবাদপত্র। তাদের দাবি ফেসবুকের মার্কেটপ্লেস থেকে এই নৌকা কিনছে তারা। যা স্মাগলারদের কাছ থেকে কিনতে গেলে আরও অনেক বেশি অর্থ ব্যয় করতে হত।

ফেসবুকের ‘মার্কেটপ্লেস’ চালু হয়েছিল ২০১৬ সালে। যেখানে এসে আশপাশের এলাকার মধ্যে কোনও জিনিস কেনাবেচার সুযোগ পাবেন ফেসবুকের অ্যাকাউন্ট হোল্ডাররা। সেই সুযোগকে কাজে লাগিয়ে কম খরচে নৌকা কিনে ফ্রান্স থেকে ব্রিটেনে ঢুকছে স্মাগলার থেকে শরণার্থী সকলেই। এমনই দাবি করেছে ওই সংবাদপত্র। যদিও ওই সংবাদপত্র এমন অভিযোগ সামনে আনার পর ফেসবুক পাল্টা জানিয়েছে স্মাগলিংয়ে সাহায্য করে এমন কোনও বিজ্ঞাপন, গ্রুপ, পেজ বা পোস্টকে তারা অনুমোদন দেয়না।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk
Tags: Facebook

Recent Posts