Categories: World

আমেরিকার কাছ থেকে এফ-১৬ কেনা হল না পাকিস্তানের

Published by
News Desk

মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ-১৬ যুদ্ধবিমান কেনার শর্তপূরণ করতে পারল না পাকিস্তান। ফলে আপাতত এই ডিল বিশ বাঁও জলে। অন্য কোনও সমস্যা না থাকলেও এই ডিলে প্রধান বাধা হয়ে দাঁড়াল অর্থ। ৮টি এফ-১৬ যুদ্ধবিমান কেনার জন্য মার্কিন সরকারকে ৭০০ মিলিয়ন ডলার গুনতে হত পাকিস্তানকে। ভারতীয় মুদ্রায় যার মূল্য দাঁড়ায় ৪ হাজার ৬৯২ কোটি টাকার কিছু বেশি। আমেরিকার শর্ত ছিল পাকিস্তান যদি এই দামে বিমানগুলি কিনতে রাজি থাকে তবে তাদের গত ২৪ মের মধ্যেই লিখিতভাবে শর্ত স্বীকারের চিঠি দিতে হবে। কিন্তু সেই সময়ের মধ্যে পাকিস্তান কোনও চিঠি না পাঠানোয় বিষয়টি তার সময়সীমা পার করে। ফলে এই ডিল আপাতত হচ্ছেনা। সূত্রের খবর পাক সরকারের পক্ষে এই অর্থ দেওয়া সম্ভব হচ্ছে না। যদিও এফ-১৬ বিমান কেনার উদ্যোগ চিরতরে শেষ হয়ে যাননি বলেই মনে করছেন পাক কূটনীতিবিদরা।

Share
Published by
News Desk