Categories: Sports

জয় দিয়ে ইউরো শুরু করল ফ্রান্স

Published by
News Desk

ইউরো কাপে জয় দিয়ে যাত্রা শুরু করল ফ্রান্স। তবে জয় এসেছে রুদ্ধশ্বাসভাবে। খেলা যখন প্রায় ড্র বলে সকলে ধরেই নিয়েছেন তখন খেলা শেষ হতে মাত্র এক মিনিট আগে রোমানিয়ার জালে বল জড়িয়ে দেন ফ্রান্সের দিমিত্রি পায়েতে। এদিন শক্ত প্রতিপক্ষ রোমানিয়ার বিরুদ্ধে অলিভিয়ার জিরুর গোলে এগিয়ে যায় ফ্রান্স। হাড্ডাহাড্ডি ম্যাচে ফ্রান্সের গোলে বল জড়িয়ে খেলায় সমতা ফেরান রোমানিয়ার বগদান স্টানকু। এরপর অ্যাটাক কাউন্টার অ্যাটাক তৈরি হলেও কোনও দলই প্রতিপক্ষের তিন কাঠিতে বল ঢোকাতে পারেনি। ম্যাচ শেষে ঠিক এক মিনিট বাকি থাকতে অবশেষে শিকেয় ছেঁড়ে। ফ্রান্সের হয়ে স্বপ্নের গোল করে ইউরো কাপের প্রথম ম্যাচে ফ্রান্সকে জয় এনে দেন দিমিত্রি।

Share
Published by
News Desk
Tags: Euro 2016

Recent Posts