Categories: Sports

শেষ আটে ফ্রান্স, হেরে চাপে রাশিয়া

Published by
News Desk

ইউরো কাপের গ্রুপ লিগ থেকেই বিদায়ের মুখে রাশিয়া। প্রথম ম্যাচে ইংল্যান্ডকে আটকে দেওয়ার পর কোয়ার্টার ফাইনালে প্রবেশের টিকিট দেখতে পাচ্ছিলেন রাশিয়ার ফুটবলাররা। কিন্তু তাদের দর্শকদের তাণ্ডব, উয়েফার তরফে চরম হুঁশিয়ারি, মোটা অঙ্কের জরিমানা, সব মিলিয়ে চাপে পড়ে যায় রাশিয়া। সেই এদিন মাঠেও স্পষ্ট চোখে পড়েছে। স্লোভাকিয়ার সঙ্গে ম্যাচে প্রথমার্ধেই ২ গোল হজম করে রাশিয়া। পরে দ্বিতীয়ার্ধে এক গোল শোধ করতে পারলেও হার বাঁচানো সম্ভব হয়নি। ফলে শেষ ম্যাচে ওয়েলসকে হারাতে পারলে তবেই বেঁচে থাকবে কোয়ার্টার ফাইনালের আসা। এদিকে ইউরোর অন্য ম্যাচে এদিন আলবেনিয়াকে হারিয়ে শেষ আটে জায়গা করে নিল ফ্রান্স। ফ্রান্সের হয়ে ২টি গোল করেন গ্রিজম্যান ও পায়েত। দুর্বল আলবেনিয়াকে সহজে হারাতে পারলেও ফুটবল বিশেষজ্ঞদের মতে ফ্রান্স যে খেলা তাতে কোয়ার্টার ফাইনালে শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে এঁটে ওঠা কঠিন হবে।

Share
Published by
News Desk
Tags: Euro 2016

Recent Posts