Categories: Sports

জয় দিয়ে শুরু করল স্পেন, ইতালি

Published by
News Desk

আর একটু হলেই থমকে যেতে হত ইউরো চ্যাম্পিয়নদের প্রথম ম্যাচই। ম্যাচের ৮৭ মিনিটেও চেক প্রজাতন্ত্রের দুরন্ত ডিফেন্স ভেঙে গোল করতে পারেনি পিকে, ইনিয়েস্তার স্পেন। স্পেনের দর্শকরা তখন গ্যালারিতে বসে থমথমে মুখে দাঁত দিয়ে নখ কাটছেন। ম্যাচ শেষ হতে আর বাকি ৩ মিনিট। ঠিক সেই সময়েই কামাল দেখালেন পিকে। তবে সৌজন্যে ইনিয়েস্তা। ইনিয়েন্তার অবিশ্বাস্য পাসে পিকের কাজটা অনেক সহজ হয়ে যায়। বাকি ছিল ফিনিশটা করা। আর সেখানে কোনও ভুল করেননি তিনি। চেকদের জালে বল জড়াতেই গ্যালারির উচ্ছ্বাসে লাল হয়ে ওঠে। অন্য খেলায় ইতালিও হারিয়েছে বেলজিয়ামকে। অবশ্য এই জয়ে ইতালিকে তেমন বেগ পেতে হয়নি। বেলজিয়ামের আক্রমণাত্মক ফুটবলকে এদিন ২-০ ব্যবধানে সহজেই পর্যুদস্ত করে বরাবরের রক্ষণাত্মক ইতালি। খেলার ৩২ মিনিটের মাথায় গিয়াচেরেনির শট গোলে জড়াতেই ১ গোলে এগিয়ে যায় ইতালি। পরের গোলটা অবশ্য আসে খেলার একদম শেষ প্রান্তে। ইনজুরি টাইমে গোল করে ইতালির গোল ব্যবধান আরও বাড়িয়ে দেন পেল্লে। ইউরোর অন্য একটি খেলায় সুইডেন ও আয়ারল্যান্ডের ম্যাচ ১-১ গোলে ড্র হয়ে যায়।

Share
Published by
News Desk
Tags: Euro 2016

Recent Posts