Categories: Sports

প্যারিসের রাস্তায় ফরাসিদের তাণ্ডব

Published by
News Desk

জার্মানিকে হারিয়ে ইউরো ফাইনালে পৌঁছনোর পর মাঠ থেকে বেরিয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন ফরাসি দর্শকেরা। এঁদের মধ্যেই একদল উৎশৃঙ্খল দর্শকের তাণ্ডবে ফের রণক্ষেত্রের চেহারা নিল ফ্রান্সের রাজপথ। তাও আবার নিজেরে দেশের যুবকদের তাণ্ডবে। অভিযোগ উৎশৃঙ্খল ওই দর্শকেরা বেশ কয়েক জায়গায় ভাঙচুর চালায়। পুলিশকে লক্ষ করে ইট বৃষ্টি করে। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। সন্ত্রাসবাদী হামলা থেকে শুরু করে কয়েকটি দেশের উগ্র ফুটবল সমর্থকদের তাণ্ডবে বার বার রণক্ষেত্রের চেহারা নিয়েছে প্যারিসের রাজপথ। ইউরোকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ জোর দিয়েছে প্রশাসন। সেই অবস্থায় খোদ নিজের দেশের যুবকদের এমন আচরণে ক্ষুব্ধ প্যারিস প্রশাসন। আগামী রবিবার ইউরো ফাইনালের আগে তাই আরও নিচ্ছিদ্র করা হচ্ছে প্যারিসের সুরক্ষা বলয়।

Share
Published by
News Desk
Tags: Euro 2016