Categories: Sports

আটকে গেল ইংল্যান্ড, মাঠে ধুন্ধুমার

Published by
News Desk

ইউরোর প্রথম ম্যাচে রাশিয়ার কাছে আটকে গেল ইংল্যান্ড। প্রথমে গোল করে এগিয়ে যায় ইংল্যান্ডই। তবে সেই গোল আসে খেলা শেষ হওয়ার মাত্র ১৭ মিনিট আগে। এরিক ডায়ারের ফ্রিকিক জড়িয়ে যায় রাশিয়ার জালে। এরপর ৯০ মিনিটে আর কোনও গোল না হওয়ায় ইংল্যান্ড সমর্থকেরা ধরেই নিয়েছিলেন জয় প্রায় নিশ্চিত। কিন্তু ইনজুরি টাইম অনেক খেলার চেহারা বদলে দিয়েছে। এদিনও সেই হল। ৯২ মিনিটের মাথায় রাশিয়ার ব্রেজুৎস্কির হেড ইংল্যান্ডের তিন কাঠি পার করতেই গ্যালারিতে উচ্ছ্বাসে ফেটে পড়েন রাশিয়ার সমর্থকেরা। অভিযোগ এরপরই দুই দলের উগ্র ফুটবল অনুরাগীরা নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ঝামেলা মাঠের গণ্ডি পেরিয়ে পৌঁছে যায় ফ্রান্সের মার্সেই শহরের রাজপথে। অবস্থা আয়ত্তে আনতে পুলিশকে কাঁদানে গ্যাসও ছুঁড়তে হয়।

Share
Published by
News Desk
Tags: Euro 2016

Recent Posts