Categories: Sports

ইউরোর শেষ ষোলোয় জার্মানি

Published by
News Desk

উত্তর আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ইউরো কাপের গ্রুপ সি-র চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোল-এ চলে গেল জোয়াকিম লোর দল। গত ম্যাচে পোল্যান্ডের সঙ্গে ড্র করার পর প্রবল সমালোচনার মুখে পড়তে হয় জার্মানিকে। এদিন সেই সমালোচনার জবাব দিলেন বিশ্ব চ্যাম্পিয়নরা। ২৯ মিনিটের মাথায় মারিও গোমেজের শট দক্ষিণ আয়ারল্যান্ডের জালে জড়াতেই গ্যালারিতে উচ্ছ্বাসে ফেটে পড়েন জার্মান সমর্থকেরা। তবে ম্যাচে গোল বলতে ওই একটিই। কিন্তু সুযোগ! এদিন কিছু না হলেও খেলাটা ১২-০-এ জিততে পারত জার্মানি। একের পর সুযোগ তৈরি হয়েছে। আর নষ্ট হয়েছে। খেলা ফিনিশ করার এই সমস্যা জার্মানিকে ইউরো কাপের আগামী ম্যাচে ভোগাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।

Share
Published by
News Desk
Tags: Euro 2016