ব্যক্তিগত বিমানে বিদেশ ভ্রমণে দরিদ্র দেশের রাজা, সঙ্গে ১৫ স্ত্রী, ৩০ সন্তান, শতাধিক গৃহ সহায়ক
দেশের অর্থনৈতিক অবস্থা বেহাল। তাতে কি? দেশের রাজার বিলাসবহুল জীবন দেখলে চোখ কপালে ওঠার জোগাড়। প্রতিবছর ১ জন করে নতুন রানি যোগ হন তাঁর সংসারে।

দেশের বড় অংশের জনগণ দারিদ্রসীমার নিচে বাস করেন। অথচ রাজার বিলাসিতার শেষ নেই। তাঁর গ্যারাজে রয়েছে অনেক বিদেশি গাড়ি। ব্যক্তিগত বিমান ছাড়া তিনি কখনও বিদেশযাত্রা করেন না। শুধু কি তাই? তাঁর সংসারের সদস্য সংখ্যাও প্রচুর।
এই দেশের রাজাদের দ্যা লায়ন বলে ডাকা হয়। রাজার মোট ১৫ জন স্ত্রী। সন্তান সংখ্যাও সবমিলিয়ে ৩০ জন। এই বিরাট সংসার চালানোর জন্য তাঁর পরিবারে শতাধিক গৃহ সহায়ক কাজ করেন। প্রতিবছর রাজা রিড ডান্স অনুষ্ঠানের মাধ্যমে ঘরে আনেন নতুন রানি। প্রত্যেক রানিকে তিনি একটি করে বিদেশি গাড়ি উপহার দেন।
বিয়ের জন্য রাজার স্ত্রী বাছাইয়ের পদ্ধতিটিও আলাদা। প্রতিবছর অগাস্টের শেষ থেকে সেপ্টেম্বরের শুরু পর্যন্ত ওই দেশের একটি বিশেষ সম্প্রদায়ের হাজার হাজার কুমারী মেয়ে রাজার স্ত্রী বাছাই অনুষ্ঠানে যোগ দেন। সেখানে উপস্থিত হয়ে রাজা তাঁদের সম্মান জানান এবং ১ জনকে নিজের স্ত্রী হিসাবে বেছে নেন।
এই রাজা হলেন তৃতীয় মসোয়াতি। আফ্রিকার একটি ছোট্ট দেশ ইসোয়াতিনির বর্তমান অধিপতি। ১৯৮৬ সাল থেকে তিনি এই দেশটি শাসন করছেন। দেশটি অর্থনৈতিকভাবে একেবারেই দুর্বল। কিন্তু রাজার জীবন বৈচিত্র্যে ভরপুর। বর্তমানে তাঁর ব্যক্তিগত সম্পদের পরিমাণ কয়েক কোটি ডলার।
ক্ষুদ্র আকৃতির এই দেশের জাতীয় সম্পদ রাজার হাতেই কুক্ষিগত। দেশটির স্বাস্থ্য ও শিক্ষার অবস্থা তলানিতে ঠেকেছে। সরকারি হাসপাতালে পরিষেবা পাওয়া যায়না। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ক্রমবর্ধমান। নেই কোনও কর্মসংস্থান।
রাজা তৃতীয় মসোয়াতি তাঁর ব্যক্তিগত বিমানে পুরো পরিবার সহ আবুধাবি ভ্রমণ করেছিলেন। সেকথা পুরনো হলেও হালে সেই ছবি নতুন করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তারপরই নতুন করে চর্চা শুরু হয়েছে আফ্রিকার এই রাজাকে নিয়ে।