Entertainment

বলিউড তারকা এষা গুপ্তার বিরুদ্ধে মানহানির মামলা করলেন ব্যবসায়ী

Published by
News Desk

যবে থেকে একটানা তাঁর বিরুদ্ধে পোস্ট করা শুরু করেছেন বলিউড অভিনেত্রী এষা গুপ্তা, তবে থেকে তিনি মানসিক যন্ত্রণায় ভুগছেন। পরিজন, বন্ধু সকলে বাড়িতে ফোন করছেন। অনেকে মনেও করছেন যে অভিযোগ এষা গুপ্তা এনেছেন তা সত্যি। অনেকে সন্দেহের চোখে দেখছেন পুরো বিষয়টাকে। তাঁর চরিত্র নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। নানা লোক নানা কথা বলছেন। এটা আর সহ্য করা যাচ্ছিল না। তাই মামলার রাস্তায় হাঁটতে বাধ্য হয়েছেন তিনি। এষা গুপ্তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করে এমনই জানিয়েছেন দিল্লির ব্যবসায়ী রোহিত ভিজ।

গত ৬ জুলাই একের পর এক ট্যুইট করে রোহিত ভিজের বিরুদ্ধে অভিযোগ করেন এষা গুপ্তা। লেখেন রোহিত যেভাবে তাঁকে দেখেছেন তা চোখ দিয়ে ধর্ষণের সমান। তাঁকে চোখ দিয়ে ধর্ষণ করেছেন দিল্লির ব্যবসায়ী রোহিত ভিজ। তাঁকে ছোঁয়া হয়নি। তাঁকে কোনও খারাপ কথা বলাও হয়নি ঠিকই কিন্তু যেভাবে দেখা হয়েছে তা ওই ব্যক্তি তাঁর ফ্যান হিসাবে নন, তিনি কোনও অভিনেত্রী বলে নন, তিনি কেবলমাত্র একজন মহিলা বলে। তাহলে মহিলাদের সুরক্ষা কোথায়?

রোহিতের ছবি দিয়ে এষা গুপ্তা ট্যুইটারেই জিজ্ঞাসা করেন কেউ কি এই ব্যক্তিকে চেনেন? এষা আরও লেখেন, তাঁর সুরক্ষাকর্মীরা যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। নিজেদের শান্ত রেখেছেন। তিনি লেখেন, অনেকে অভিনেত্রীদের নিয়ে রাতভর ভাবেন। এটা তবু বোঝা গেল। কিন্তু চোখ দিয়ে এভাবে ধর্ষণ! তাহলে তাঁদের সুরক্ষা কোথায়?

রোহিত ভিজের দাবি এসব ট্যুইটের পর থেকেই তিনি যন্ত্রণায় ভুগছেন। মানুষ নানা কথা বলছে। এটা সহ্য করা যাচ্ছে না। দিল্লির সাকেত আদালতে এষা গুপ্তার বিরুদ্ধে মানহানির মামলা করেন তিনি। তিনি আদালতের কাছে আবেদন জানিয়েছেন এই ঘটনার পর ওই অভিনেত্রীকে যেন আদালত আইনানুগ উপযুক্ত শাস্তি দেয়। মামলায় যথেষ্ট ক্ষতিপূরণও দাবি করেছেন রোহিত। এই মামলার দিন ধার্য হয়েছে আগামী ২৮ অগাস্ট। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Esha Gupta

Recent Posts