Entertainment

আবার মা হলেন এষা দেওল

Published by
News Desk

ফের মা হলেন অভিনেত্রী এষা দেওল। গত ১০ জুন দ্বিতীয় সন্তানের জন্ম দেন তিনি। সেকথা নিজেই সোশ্যাল সাইটে শেয়ার করেন। এষা নিজের ও তাঁর স্বামী ভরত তখতানির তরফে সকলকে আশীর্বাদের জন্য ধন্যবাদও জানান। সেখানেই সদ্যোজাত কন্যার নাম জানান তাঁরা। সদ্যোজাতর নাম হয়েছে মিরায়া তখতানি। তাঁদের পরিবারে নতুন সদস্যের আগমনের খুশি চেপে রাখেননি এষা।

ডাকসাইটে অভিনেত্রী তথা রাজনীতিবিদ হেমা মালিনী ও অভিনেতা ধর্মেন্দ্রর মেয়ে এষা দেওল। ভরত তখতানির সঙ্গে তাঁর বিয়ে হয় ২০১২ সালে। ৫ বছর পর ২০১৭ সালে তাঁদের প্রথম সন্তানের জন্ম হয়। সেই কন্যা সন্তানের নাম রাখা হয় রাধিয়া তখতানি। তার ২ বছর পর দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন এষা। এটিও কন্যা।

এষা ও ভরতকে তাঁদের দ্বিতীয় সন্তানের জন্য অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ার জামানায় সোশ্যাল মিডিয়া মারফতই পৌঁছেছে শুভেচ্ছার ঢল। ফলে সোশ্যাল সাইটেই সকলকে ধন্যবাদ জানাতে ভোলেননি এষা ও ভরত। ২ কন্যাকে নিয়ে এষা ভরতের এখন ভরা সংসার। দ্বিতীয় সন্তানের জননী হওয়ার পর বেজায় খুশি এষা দেওল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk